০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত

নেত্রকোনা সদর উপজেলার হাটখোলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী শফিকুলের দোকানে বুধবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার ভোররাতে হাটখোলা মধ্য বাজারে শফিকুলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার কর্মীরা পৌঁছে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মাঝে চাল ও মোদী দোকান, কাপড়ের দোকানসহ ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লাহ জানান, একসাথে ঘরগুলো। তাই একটি ঘরের আগুনে দ্রুত অন্যগুলোতেও ছড়িয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত

প্রকাশিত : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

নেত্রকোনা সদর উপজেলার হাটখোলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী শফিকুলের দোকানে বুধবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার ভোররাতে হাটখোলা মধ্য বাজারে শফিকুলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার কর্মীরা পৌঁছে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মাঝে চাল ও মোদী দোকান, কাপড়ের দোকানসহ ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লাহ জানান, একসাথে ঘরগুলো। তাই একটি ঘরের আগুনে দ্রুত অন্যগুলোতেও ছড়িয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার