০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

যে কারণে ডাবিংয়ে এসে কাঁদলেন অপু বিশ্বাস

‌’প্রিয় কমলা’ ছবির ডাবিং করতে গিয়ে কাঁদলেন অপু বিশ্বাস। ছবিটিতে বিরাঙ্গনা এক নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি বেশ ইমোশনাল। তাই সংলাগুলোও বেশ স্পর্শকাতর। তাই ডাবিং করতে গিয়ে সংলাপ বলার সময় চোখে জল আসে বলে জানালেন অপু বিশ্বাস।

ছবিটিতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে অপুকে কমলা আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। টানা ১৮ দিন দৃশ্যধারণের কাজ শেষ করে মঙ্গলবার চ্যানেল আইয়ের স্টুডিওতে ডাবিং করতে আসেন অপু বিশ্বাস। সকাল থেকে সারা দিন ডাবিং করেন।

এ সময় বেশ ইমোশনাল হয়ে পড়েন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। স্বভাবতই এমন কিছু সংলাপ এতে রয়েছে যা হৃদয়ে দাগ কেটে যাবে। সেই সংলাপ দিতে গিয়ে চোখের পানি আটকাতে পারিনি।’

ক্যারিয়ারে প্রায় শ’খানে ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস।এমন অভিজ্ঞতা খুব কম ছবির বেলাতেই ঘটেছে বলে মন্তব্য তার।

অপু বিশ্বাস সমকালকে আরও বলেন, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলোনা কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি।আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে।আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

ইমপ্রিস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি আগামী ১৬ ডিসেম্বর মু্ক্তি পাবে বলে জানান পরিচালক।

শাহরিয়ার নাজিম জয় পরিচালিত তৃতীয় ছবি ‘প্রিয় কমলা’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবিটি নিয়ে জয় বলেন, যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় এবং দুপক্ষ তৈরি হয় সেটি তুলে ধরেছি ‘প্রিয় কমলা’ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি এ ছবিতে।

যে কারণে ডাবিংয়ে এসে কাঁদলেন অপু বিশ্বাস

প্রকাশিত : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০

‌’প্রিয় কমলা’ ছবির ডাবিং করতে গিয়ে কাঁদলেন অপু বিশ্বাস। ছবিটিতে বিরাঙ্গনা এক নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি বেশ ইমোশনাল। তাই সংলাগুলোও বেশ স্পর্শকাতর। তাই ডাবিং করতে গিয়ে সংলাপ বলার সময় চোখে জল আসে বলে জানালেন অপু বিশ্বাস।

ছবিটিতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে অপুকে কমলা আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। টানা ১৮ দিন দৃশ্যধারণের কাজ শেষ করে মঙ্গলবার চ্যানেল আইয়ের স্টুডিওতে ডাবিং করতে আসেন অপু বিশ্বাস। সকাল থেকে সারা দিন ডাবিং করেন।

এ সময় বেশ ইমোশনাল হয়ে পড়েন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। স্বভাবতই এমন কিছু সংলাপ এতে রয়েছে যা হৃদয়ে দাগ কেটে যাবে। সেই সংলাপ দিতে গিয়ে চোখের পানি আটকাতে পারিনি।’

ক্যারিয়ারে প্রায় শ’খানে ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস।এমন অভিজ্ঞতা খুব কম ছবির বেলাতেই ঘটেছে বলে মন্তব্য তার।

অপু বিশ্বাস সমকালকে আরও বলেন, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলোনা কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি।আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে।আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

ইমপ্রিস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি আগামী ১৬ ডিসেম্বর মু্ক্তি পাবে বলে জানান পরিচালক।

শাহরিয়ার নাজিম জয় পরিচালিত তৃতীয় ছবি ‘প্রিয় কমলা’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবিটি নিয়ে জয় বলেন, যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় এবং দুপক্ষ তৈরি হয় সেটি তুলে ধরেছি ‘প্রিয় কমলা’ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি এ ছবিতে।