০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রেয় ক্রিকেটে কোরি অ্যান্ডারসন

বয়স মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কোরি অ্যান্ডারসন। সকলকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিউজিল্য়ান্ডের তারকা অলরাউন্ডার। যিনি আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের এক বছরের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান সম্পূর্ণ করেন কোরি। সেটাই ছিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির। পরে সেই রেকর্ড ভেঙে ৩১ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স।

নিউজিল্যান্ড ছেড়ে তিনি আপাতত পাকাপাকিভাবে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মেজর লিগ টি-টোয়েন্টিতে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ৯৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন কোরি। তিনি বলেন, নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান ও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে আরও খেলতে পছন্দ করতাম। তবে এমনটা সবসময় হয়ে ওঠে না। কখনও কখনও নিত্যনতুন সুযোগ চলে আসে যা আমাদের সম্পূর্ন অন্যদিকে নিয়ে যায়। যে বিষয়ে হয়ত আমরা কেউই ভাবিনি। নিউজিল্যান্ড আমায় জন্য যা করেছে, তাতে আমি কৃতজ্ঞ।

জানা গেছে, অ্যান্ডারসনের বাগদত্তা মেরি মার্গারেট একজন আমেরিকান। তিনি কোরির ভবিষ্যত পরিকল্পনায় ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। তবে অ্যান্ডারসন জানান, এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ভবিষ্যতের চিন্তা বেশি করে প্রাধান্য পায়। আমার বান্ধবী মেরি মার্গারেট আমার ভবিষ্যত প্ল্যানিংয়ে সাহায্য করেছে। আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে এসে সম্পূর্ণ অন্য সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে আমার গোটা ক্রিকেট ক্যারিয়ারে পাশেই ছিল ও। আমরা ভেবে দেখলাম, আমেরিকাতে থাকাই আমাদের কাছে সেরা বিকল্প।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে খেলেছেন কোরি। তবে সম্প্রতি জাতীয় দলের জার্সিতে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। শেষবার ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলেন তিনি। ওয়ানডে ম্যাচ খেলেছিলেন আরও একবছর আগে, বাংলাদেশের বিরুদ্ধে ২০১৭ সালে।

মেজর সকার লিগ টি-২০ ক্রিকেটে কোরি অ্যান্ডারসন আপাতত সবচেয়ে হাইপ্রোফাইল ক্রিকেটার। তিনি ছাড়াও এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেন পিয়েত, পাকিস্তানের সামি আসলাম। চোট আঘাত বারবার সমস্যায় ফেলেছে কোরিকে। যা তার সিদ্ধান্তের পিছনে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন ক্রিকেট মহলের অনেকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

নতুন কর্মসূচি ঘোষণা ‍দিয়েছে কোটা আন্দোলনকারীরা

যুক্তরাষ্ট্রেয় ক্রিকেটে কোরি অ্যান্ডারসন

প্রকাশিত : ১০:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

বয়স মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কোরি অ্যান্ডারসন। সকলকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিউজিল্য়ান্ডের তারকা অলরাউন্ডার। যিনি আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের এক বছরের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান সম্পূর্ণ করেন কোরি। সেটাই ছিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির। পরে সেই রেকর্ড ভেঙে ৩১ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স।

নিউজিল্যান্ড ছেড়ে তিনি আপাতত পাকাপাকিভাবে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মেজর লিগ টি-টোয়েন্টিতে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ৯৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন কোরি। তিনি বলেন, নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান ও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে আরও খেলতে পছন্দ করতাম। তবে এমনটা সবসময় হয়ে ওঠে না। কখনও কখনও নিত্যনতুন সুযোগ চলে আসে যা আমাদের সম্পূর্ন অন্যদিকে নিয়ে যায়। যে বিষয়ে হয়ত আমরা কেউই ভাবিনি। নিউজিল্যান্ড আমায় জন্য যা করেছে, তাতে আমি কৃতজ্ঞ।

জানা গেছে, অ্যান্ডারসনের বাগদত্তা মেরি মার্গারেট একজন আমেরিকান। তিনি কোরির ভবিষ্যত পরিকল্পনায় ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। তবে অ্যান্ডারসন জানান, এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ভবিষ্যতের চিন্তা বেশি করে প্রাধান্য পায়। আমার বান্ধবী মেরি মার্গারেট আমার ভবিষ্যত প্ল্যানিংয়ে সাহায্য করেছে। আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে এসে সম্পূর্ণ অন্য সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে আমার গোটা ক্রিকেট ক্যারিয়ারে পাশেই ছিল ও। আমরা ভেবে দেখলাম, আমেরিকাতে থাকাই আমাদের কাছে সেরা বিকল্প।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে খেলেছেন কোরি। তবে সম্প্রতি জাতীয় দলের জার্সিতে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। শেষবার ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলেন তিনি। ওয়ানডে ম্যাচ খেলেছিলেন আরও একবছর আগে, বাংলাদেশের বিরুদ্ধে ২০১৭ সালে।

মেজর সকার লিগ টি-২০ ক্রিকেটে কোরি অ্যান্ডারসন আপাতত সবচেয়ে হাইপ্রোফাইল ক্রিকেটার। তিনি ছাড়াও এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেন পিয়েত, পাকিস্তানের সামি আসলাম। চোট আঘাত বারবার সমস্যায় ফেলেছে কোরিকে। যা তার সিদ্ধান্তের পিছনে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন ক্রিকেট মহলের অনেকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার