১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বুমরাকে টপকে যাওয়ার হাতছানি চাহালের সামনে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিতর্কিত ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নেমেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পকেটে পুরেছেন যুজবেন্দ্র চাহাল। এরপর তার সামনে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ উইকেটে শিকারি হওয়ার হাতছানি।

আজ রবিবার সিডনির মাঠে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেট তুলতে পারলেই যাশপ্রীত বুমরাকে টপকে এক নম্বর স্থান দখল করবেন চাহাল। এই মুহূর্তে তার মোট উইকেট সংখ্যা ৫৮। সামনে আছেন শুধু বুমরা (৫৯)।

বলাই যায়, সময়টা বেশ ভাল যাচ্ছে ভারতের এই লেগ স্পিনারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে প্রথম একাদশে রাখা হয়নি তাকে। কিন্তু মাথায় চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। তার জায়গায় বল করতে আসেন তিনি। এ নিয়ে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার আপত্তি জানালেও লাভ হয়নি। উল্টে সেই চাহালই ২৫ রানে ৩ উইকেট তুলে অজি ইনিংস ভেঙে দিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

বুমরাকে টপকে যাওয়ার হাতছানি চাহালের সামনে

প্রকাশিত : ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিতর্কিত ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নেমেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পকেটে পুরেছেন যুজবেন্দ্র চাহাল। এরপর তার সামনে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ উইকেটে শিকারি হওয়ার হাতছানি।

আজ রবিবার সিডনির মাঠে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেট তুলতে পারলেই যাশপ্রীত বুমরাকে টপকে এক নম্বর স্থান দখল করবেন চাহাল। এই মুহূর্তে তার মোট উইকেট সংখ্যা ৫৮। সামনে আছেন শুধু বুমরা (৫৯)।

বলাই যায়, সময়টা বেশ ভাল যাচ্ছে ভারতের এই লেগ স্পিনারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে প্রথম একাদশে রাখা হয়নি তাকে। কিন্তু মাথায় চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। তার জায়গায় বল করতে আসেন তিনি। এ নিয়ে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার আপত্তি জানালেও লাভ হয়নি। উল্টে সেই চাহালই ২৫ রানে ৩ উইকেট তুলে অজি ইনিংস ভেঙে দিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার