‘জাতীয় যুব সংসদ বাংলাদেশ’ এর বিশেষ দূত হয়েছেন আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী জেসমিন আবেদীন। সম্প্রতি সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ ইমাম হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেসমিন আবেদীন “জাতীয় যুব সংসদ বাংলাদেশ” এর “কেন্দ্রীয় নির্বাহী কমিটি-২০১৮” এর বিশেষ দূত” হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আগামী ২৮ ফেব্রুয়ারি,২০১৮ খ্রি: এর মধ্যে নিজ পরিচিত কমপক্ষে ৫টি সাংগঠনিক ইউনিট এর নির্বাচনের লক্ষ্যে নেতৃবৃন্দের যাবতীয় তথ্য যথাযথ প্রক্রিয়ায় যাচাই পূর্বক সাংগঠনিক সিভি/প্রোফাইল, চার কপি ছবি, জাতীয় পরিচয় পত্র দু’কপি ও প্রত্যয়ন পত্র সহ কমিটির পূর্ণাঙ্গ তালিকা “কেন্দ্রীয় নির্বাহী কমিটি” এর সদস্য সচিব এর বরাবর প্রেরণ করার নির্দেশ প্রদান করা হল।’


























