০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

মামলার জালে হিরো আলম

‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান নিয়ে আলোচিত ও সমালোচিত হন হিরো আলম। এবার এ গানটি নিয়ে মামলার জালে পড়লেন তিনি। হিরো আলমের বিরুদ্ধে মামলাটি করেছেন একই শিরোনামে হিরো আলমেরও আগে গান তৈরি করা সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম।

গত রোববার ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম। তিনি জানিয়েছেন, আদালত মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান তৈরি করেন মীর ব্রাদার্স। মীর মাসুমের সুরে গানটি গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। গানটি লিখেছেনও মারুফ। গানটি প্রকাশের দুই মাসের মাথা একই শিরোনামে গান প্রকাশ করেন হিরো আলম। মীর ব্রাদার্সের অভিযোগ- গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। এরপরই মামলা করলেন মীর মাসুম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মামলার জালে হিরো আলম

প্রকাশিত : ০২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান নিয়ে আলোচিত ও সমালোচিত হন হিরো আলম। এবার এ গানটি নিয়ে মামলার জালে পড়লেন তিনি। হিরো আলমের বিরুদ্ধে মামলাটি করেছেন একই শিরোনামে হিরো আলমেরও আগে গান তৈরি করা সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম।

গত রোববার ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম। তিনি জানিয়েছেন, আদালত মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান তৈরি করেন মীর ব্রাদার্স। মীর মাসুমের সুরে গানটি গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। গানটি লিখেছেনও মারুফ। গানটি প্রকাশের দুই মাসের মাথা একই শিরোনামে গান প্রকাশ করেন হিরো আলম। মীর ব্রাদার্সের অভিযোগ- গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। এরপরই মামলা করলেন মীর মাসুম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ