০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

যেমন কাটছে সানা খানের হানিমুন

সম্প্রতি অভিনয়কে বিদায় জানিয়ে ধর্মের পথে মনোযোগ দেওয়া সানা খান হানিমুনে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেই চলেছেন। বলিউড ছেড়ে মুফতিকে বিয়ে করা সানার ছবি পোস্ট নিয়ে সমালোচনায় ভাসছে নেট দুনিয়া।

তবে সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই সানার। সবশেষ কাশ্মীরের গুলমার্গে তুষারপাত উপভোগের ছবি পোস্ট করেছেন সানা। সঙ্গে স্বামী মুফতি আনাস সাঈদ। যেখানে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে বেশ রোম্যান্টিক ভঙ্গিতে দু’জন।

মাথায় হিজাব ও হলুদ জ্যাকেটে সানাকে বেশ স্ট্যাইলিশ লাগছে ছবিগুলোতে। সাঈদকেও দেখা গেছে ভিন্ন পোশাকে।
এর আগেও হানিমুনে কাশ্মীরযাত্রাসহ সেখানকার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

গত ২০ নভেম্বর গুজরাটের সুরাটের মুফতি আনাসকে বিয়ে করেন সানা খান। বিয়ের দু’দিন পর তার স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।

এর আগে সৃষ্টিকর্তার ইশারায় নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দেন সানা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

যেমন কাটছে সানা খানের হানিমুন

প্রকাশিত : ০১:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

সম্প্রতি অভিনয়কে বিদায় জানিয়ে ধর্মের পথে মনোযোগ দেওয়া সানা খান হানিমুনে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেই চলেছেন। বলিউড ছেড়ে মুফতিকে বিয়ে করা সানার ছবি পোস্ট নিয়ে সমালোচনায় ভাসছে নেট দুনিয়া।

তবে সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই সানার। সবশেষ কাশ্মীরের গুলমার্গে তুষারপাত উপভোগের ছবি পোস্ট করেছেন সানা। সঙ্গে স্বামী মুফতি আনাস সাঈদ। যেখানে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে বেশ রোম্যান্টিক ভঙ্গিতে দু’জন।

মাথায় হিজাব ও হলুদ জ্যাকেটে সানাকে বেশ স্ট্যাইলিশ লাগছে ছবিগুলোতে। সাঈদকেও দেখা গেছে ভিন্ন পোশাকে।
এর আগেও হানিমুনে কাশ্মীরযাত্রাসহ সেখানকার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

গত ২০ নভেম্বর গুজরাটের সুরাটের মুফতি আনাসকে বিয়ে করেন সানা খান। বিয়ের দু’দিন পর তার স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।

এর আগে সৃষ্টিকর্তার ইশারায় নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দেন সানা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার