০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বানান ভুলের দুষ্টচক্রে ইবি

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পদস্হ কর্তা ব্যক্তিদের দ্বারা পরপর চারটি স্থানে বঙ্গবন্ধুসহ রাষ্ট্রের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের বানান ভুল হওয়ার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালের প্রধান ফটকের সামনে একটি ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানানে মুজিবুর এর পরিবর্তে ‘মজিবুর’ বানান ভুল পাওয়া গেছে।
এর আগে বুধবার (৯ ডিসেম্বর) নতুন বছরের বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডার প্রকাশের জন্য ক্যালেন্ডারের প্রুভ কপি ভিসিকে দেখাতে যান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এই কপিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামের বানানে ভুল দেখতে পান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
পরে রেজিস্ট্রারকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। ক্যালেন্ডারের ঘটনায় ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ও প্রেস প্রশাসক অবহিত নয় বলে গণমাধ্যমে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। সেই প্রতিবাদ বার্তাতেও বেশ কয়েকটি বানান ভুল পাওয়া গেছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে বানান ভুলের কারণে রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশে ৩টি বানান ভুল পাওয়া গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ক্যালেন্ডারে বানান ভুলের ঘটনায় ইতোমধ্যে আমি রেজিস্ট্রারকে শোকজ করেছি। প্রধান ফটকে বানান ভুলের বিষয়ে আমি জানি না।
ক্যাম্পাসে গিয়ে এ বিষয়ে আমি দেখবো। জাতির জনকের বানান ভুল এটা অমার্জনীয়। প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, অফিসিয়ালি এটা কে লাগিয়েছে আমি জানি না। স্টেট অফিসের সিকিউরিটি অফিসারের থেকে এ বিষয়ে আমি জানতে পেরেছি। ব্যানারটি সংশোধনের জন্য খুলে ফেলা হয়েছে। এদিকে এমন দায়িত্বহীন কাজে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করেছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কর্তাব্যক্তিদের দ্বারা বানান ভুলের মতো এমন কাজে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ/ইমরান

জনপ্রিয়

‎জমকালো আয়োজনে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

বানান ভুলের দুষ্টচক্রে ইবি

প্রকাশিত : ০৮:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পদস্হ কর্তা ব্যক্তিদের দ্বারা পরপর চারটি স্থানে বঙ্গবন্ধুসহ রাষ্ট্রের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের বানান ভুল হওয়ার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালের প্রধান ফটকের সামনে একটি ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানানে মুজিবুর এর পরিবর্তে ‘মজিবুর’ বানান ভুল পাওয়া গেছে।
এর আগে বুধবার (৯ ডিসেম্বর) নতুন বছরের বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডার প্রকাশের জন্য ক্যালেন্ডারের প্রুভ কপি ভিসিকে দেখাতে যান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এই কপিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামের বানানে ভুল দেখতে পান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
পরে রেজিস্ট্রারকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। ক্যালেন্ডারের ঘটনায় ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ও প্রেস প্রশাসক অবহিত নয় বলে গণমাধ্যমে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। সেই প্রতিবাদ বার্তাতেও বেশ কয়েকটি বানান ভুল পাওয়া গেছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে বানান ভুলের কারণে রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশে ৩টি বানান ভুল পাওয়া গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ক্যালেন্ডারে বানান ভুলের ঘটনায় ইতোমধ্যে আমি রেজিস্ট্রারকে শোকজ করেছি। প্রধান ফটকে বানান ভুলের বিষয়ে আমি জানি না।
ক্যাম্পাসে গিয়ে এ বিষয়ে আমি দেখবো। জাতির জনকের বানান ভুল এটা অমার্জনীয়। প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, অফিসিয়ালি এটা কে লাগিয়েছে আমি জানি না। স্টেট অফিসের সিকিউরিটি অফিসারের থেকে এ বিষয়ে আমি জানতে পেরেছি। ব্যানারটি সংশোধনের জন্য খুলে ফেলা হয়েছে। এদিকে এমন দায়িত্বহীন কাজে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করেছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কর্তাব্যক্তিদের দ্বারা বানান ভুলের মতো এমন কাজে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ/ইমরান