১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওজনিয়াকি-হালেপ

ওজনিয়াকি-হালেপ যেই জিতুক এবারের অস্ট্রেলিয়া ওপেনের গ্র্যান্ড স্ল্যাম খেতাব তবে অস্ট্রেলিয়া ওপেন খুঁজে পাবে তাদের নতুন রাণিকে। এর আগে দু‘জনের কারোই জেতা হয়নি অস্ট্রেলিয়া ওপেনের শ্রেষ্ঠত্বের পুরষ্কার। ক্যালিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব থেকে মাত্র এক কদম দূরে ক্যারোলিন ওজনিয়াকি ও সিমোনা হালেপ৷বৃহস্পতিবার অবাছাই এলিস মার্টেন্সকে স্ট্রে সেটে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছন ডানিশ টেনিস সুন্দরী৷

বুলগেরিয়ান খেলোয়াড়কে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ হারিয়ে খেতাবের লড়াইয়ে শীর্ষ বাছাই সিমোনা হালেপের বিরুদ্ধে কোর্টে নামবেন বিশ্বের দু’ নম্বর ওজনিয়াকি৷ প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে যথেষ্ট ঘাম ঝরাতে হয় ডানিশ সুন্দরীকে৷ শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে ম্যাচ জিতে নেন ওজনিয়াকি৷

এর আগে ২০০৯ ও ২০১৪ ইউএস ওপেন ফাইনালে উঠলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাননি ওজনিয়াকি৷ ২০১৪ পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন ওজনিয়াকি৷

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছে ওজনিয়াকি বলেন, ‘এটা আমার কাছে অনেক কিছু৷ দারুণ লড়াই হয়েছে৷ তবে শুরুতে যথেষ্ট নার্ভাস ছিলাম৷ পা কাঁপছিল৷ কিন্তু নার্ভ ঠিক রেখে ম্যাচটা জিতে নিই৷’ আগামী শনিবার হালেপের বিপক্ষে শিরোপা জিতলে ওজনিয়াকি হবেন বিশ্বের এক নম্বর।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের ঘোষণা তারেক রহমানের

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওজনিয়াকি-হালেপ

প্রকাশিত : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

ওজনিয়াকি-হালেপ যেই জিতুক এবারের অস্ট্রেলিয়া ওপেনের গ্র্যান্ড স্ল্যাম খেতাব তবে অস্ট্রেলিয়া ওপেন খুঁজে পাবে তাদের নতুন রাণিকে। এর আগে দু‘জনের কারোই জেতা হয়নি অস্ট্রেলিয়া ওপেনের শ্রেষ্ঠত্বের পুরষ্কার। ক্যালিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব থেকে মাত্র এক কদম দূরে ক্যারোলিন ওজনিয়াকি ও সিমোনা হালেপ৷বৃহস্পতিবার অবাছাই এলিস মার্টেন্সকে স্ট্রে সেটে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছন ডানিশ টেনিস সুন্দরী৷

বুলগেরিয়ান খেলোয়াড়কে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ হারিয়ে খেতাবের লড়াইয়ে শীর্ষ বাছাই সিমোনা হালেপের বিরুদ্ধে কোর্টে নামবেন বিশ্বের দু’ নম্বর ওজনিয়াকি৷ প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে যথেষ্ট ঘাম ঝরাতে হয় ডানিশ সুন্দরীকে৷ শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে ম্যাচ জিতে নেন ওজনিয়াকি৷

এর আগে ২০০৯ ও ২০১৪ ইউএস ওপেন ফাইনালে উঠলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাননি ওজনিয়াকি৷ ২০১৪ পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন ওজনিয়াকি৷

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছে ওজনিয়াকি বলেন, ‘এটা আমার কাছে অনেক কিছু৷ দারুণ লড়াই হয়েছে৷ তবে শুরুতে যথেষ্ট নার্ভাস ছিলাম৷ পা কাঁপছিল৷ কিন্তু নার্ভ ঠিক রেখে ম্যাচটা জিতে নিই৷’ আগামী শনিবার হালেপের বিপক্ষে শিরোপা জিতলে ওজনিয়াকি হবেন বিশ্বের এক নম্বর।