০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

এবার একমঞ্চে সব এনজিও-নাগরিক সংগঠনগুলো

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৬:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • 99

রাশেদা কে চৌধুরী

দেশের এনজিও ও নাগরিক সংগঠনগুলোকে একমঞ্চে আনতে গঠিত হলো সিভিল সোসাইটি অরগানাইজেশন (সিএসও) অ্যালায়েন্স। মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এই জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

রাশেদা কে চৌধুরী বলেন, এ জোটের উদ্দেশ্য এনজিও, তাদের নেটওয়ার্ক ও সিএসওর মধ্যে আরো আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও উন্নয়নমূলক কাজের প্রভাব মূল্যায়ন, বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় এবং নীতিগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করা।

এ জোট গঠনে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘আবেদ ভাই দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সব এনজিও ও সিএসগুলোকে একসঙ্গে কাজ করার কথা বলতেন। দেশের উন্নয়নের স্বার্থে নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে এক প্ল্যাটফর্মে আসার কথা তিনিই আমাদের বলেছেন।’

নতুন এই জোটের ৪০০ এনজিও যুক্ত হয়েছে বলে জানান রাশেদা কে চৌধুরী। নতুন এই জোটের সচিবালয় হিসেবে কাজ করবে ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক রাশেদুল ইসলাম ও অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা

এবার একমঞ্চে সব এনজিও-নাগরিক সংগঠনগুলো

প্রকাশিত : ০৬:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

দেশের এনজিও ও নাগরিক সংগঠনগুলোকে একমঞ্চে আনতে গঠিত হলো সিভিল সোসাইটি অরগানাইজেশন (সিএসও) অ্যালায়েন্স। মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এই জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

রাশেদা কে চৌধুরী বলেন, এ জোটের উদ্দেশ্য এনজিও, তাদের নেটওয়ার্ক ও সিএসওর মধ্যে আরো আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও উন্নয়নমূলক কাজের প্রভাব মূল্যায়ন, বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে মতবিনিময় এবং নীতিগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করা।

এ জোট গঠনে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘আবেদ ভাই দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সব এনজিও ও সিএসগুলোকে একসঙ্গে কাজ করার কথা বলতেন। দেশের উন্নয়নের স্বার্থে নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে এক প্ল্যাটফর্মে আসার কথা তিনিই আমাদের বলেছেন।’

নতুন এই জোটের ৪০০ এনজিও যুক্ত হয়েছে বলে জানান রাশেদা কে চৌধুরী। নতুন এই জোটের সচিবালয় হিসেবে কাজ করবে ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক রাশেদুল ইসলাম ও অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ