বিএনপি বার বার গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শুক্রবার বিকেলে রংপুর টাউন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে রেললাইন উৎপাটন, প্রিজাইডিং অফিসার ও রাজনৈতিক কর্মীদের হত্যাসহ সাধারণ মানুষকে হত্যা করে ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার যে চেষ্টা করেছিলো তা সফল হয়নি। আল্লাহর রহমতে শকুনের দোয়ায় গরু মরে নাই।
এসময় তিনি আরো বলেন, সকল বাঁধাকে উপেক্ষা করে এমনকি গ্রেনেড হামলায় নিজের শ্রবণশক্তিকে খুুঁইয়েও এদেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি সামাজিক অগ্রগতি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করতে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন সাফল্যের সঙ্গে।
























