০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বড় দুটি পুরস্কার নিজেদের ঝুড়িতে নিল শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজে শুরটা ভাল হলেও শেষটা হতাশায় কেটেছে টাইগারদের। ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না মাশরাফি বিন মর্তুজার দল। শিরোপা জেতা লঙ্কানরা ট্রফির সঙ্গে বাকি দুটি বড় পুরস্কারও তাই নিজেদের ঝুড়িতে পুরেছে।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন দলটির ওপেনার উপুল থারাঙ্গা আর টুর্নামেন্টসেরা অলরাউন্ডার থিসারা পেরেরা।

ফাইনালে ৫৬ রানের এক ইনিংস খেলেও ম্যাচসেরা হয়ে গেছেন উপুল থারাঙ্গা। দল না জেতায় বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের ৭৬ রানের ইনিংসটি গেছে বিফলে।

টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৪ রানের সঙ্গে সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন থিসারা পেরেরা। অথচ সাকিব আল হাসানেরও নামের পাশে ৯ উইকেট ছিল। রান তো পেরেরার চেয়েও বেশি, ১৬৩। দল না জিতলে তো সবই বৃথা!

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বড় দুটি পুরস্কার নিজেদের ঝুড়িতে নিল শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৮:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮

ত্রিদেশীয় সিরিজে শুরটা ভাল হলেও শেষটা হতাশায় কেটেছে টাইগারদের। ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না মাশরাফি বিন মর্তুজার দল। শিরোপা জেতা লঙ্কানরা ট্রফির সঙ্গে বাকি দুটি বড় পুরস্কারও তাই নিজেদের ঝুড়িতে পুরেছে।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন দলটির ওপেনার উপুল থারাঙ্গা আর টুর্নামেন্টসেরা অলরাউন্ডার থিসারা পেরেরা।

ফাইনালে ৫৬ রানের এক ইনিংস খেলেও ম্যাচসেরা হয়ে গেছেন উপুল থারাঙ্গা। দল না জেতায় বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের ৭৬ রানের ইনিংসটি গেছে বিফলে।

টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৪ রানের সঙ্গে সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন থিসারা পেরেরা। অথচ সাকিব আল হাসানেরও নামের পাশে ৯ উইকেট ছিল। রান তো পেরেরার চেয়েও বেশি, ১৬৩। দল না জিতলে তো সবই বৃথা!