নিজের থেকে ১৫ বছরের ছোট তরুণকে বিয়ে করতে চেয়ে বেকে বসলেন চীনের এক নারী। এতে করে সৃষ্টি হয় সংশয়ের। ভালোবাসার কাছে মন মানলেও বাবা-মা এটা মেনে নিবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। আর এ কারণেই বিপুল অর্থের টোপ দেন ওই নারী।
৩৮ বছর বয়সী ওই নারী ২৩ বছরের তরুণকে বিয়ের জন্য পণ হিসেবে ৫০ লাখ ইউয়ান দিয়েছেন। তারপরই তাদের বিয়েতে মত দেন ২৩ বছরের ছোট ওই তরুণের বাবা-মা। জানা গেছে, গত ১০ জানুয়ারি কিয়োনঘাই শহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। চীনের হাইনান প্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
ওই নারী তার স্বামীর তুলনায় শুধু ১৫ বছরের বড়ই নন। তার রয়েছে ১৪ বছরের একটি সন্তানও। সম্প্রতি একটি সংবাদমাধ্যম এই বিয়ে অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারপরই এটা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে যেখানে একেবারে সেজেগুজে আছেন ওই নারী। একেবারে সুসজ্জিত সুন্দর সাজানো গাড়িতে চড়ে বিয়ে করতে যাচ্ছেন তিনি।


























