প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা সাইফ স্পোর্টিং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে সহজ জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালমঞ্চে উঠেছে।
এর আগে তিনবার ফেডারেশন কাপ খেলে দুইবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে বিদায় নিয়েছিল সাইফ। এখন তাদের সামনে নিজেদের নতুন ইতিহাস গড়ার সুযোগ।
৯ মিনিটে নাইজেরিয়ান ইমানুয়েলের গোলে এগিয়ে যায় সাইফ। ৭১ মিনিটে নাইজেরিয়ান ইকেচুকুর গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৮৯ মিনিটে দলের তৃতীয় গোল করেন ইয়াসিন আরাফাত।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ১০ জানুয়ারি শিরোপাযুদ্ধে নামবে সাইফ।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার