০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতে আইপিএলের নিলাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার তারিখ প্রায় চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে পারে। তার আগে চলতি মাসেই ৮টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের কাছে ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে সারা দিন ব্যাপী নিলামের আসর কোথায় বসবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে আটটি ফ্র্যাঞ্চাইজিকে আগামী ২০ জানুয়ারির মধ্যে ছেড়ে দেয়া ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

আইপিএলের দিনক্ষণ ও কেন্দ্র এখনো নির্ধারণ না হলেও এটা নিশ্চিত যে চলতি বছর যথারীতি ৮ দলের আইপিএল অনুষ্ঠিত হবে। পরের বছরে অর্থাৎ ২০২২ সাল থেকে আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দলে। ডিসেম্বরে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সেদিক থেকে বলা যায় ২০২২ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে। তাই এবার ফ্র্যাঞ্চাইজিদের মূল দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সূচি অনুসারে ৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজটি। প্রথম দু’টি টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। ধারণা করা হচ্ছে, প্রথম দু’টি টেস্টের মাঝে সংক্ষিপ্ত বিরতিতে আইপিএল নিলাম অনুষ্ঠিৎ হতে পারে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ফেব্রুয়ারিতে আইপিএলের নিলাম

প্রকাশিত : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার তারিখ প্রায় চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে পারে। তার আগে চলতি মাসেই ৮টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের কাছে ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে সারা দিন ব্যাপী নিলামের আসর কোথায় বসবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে আটটি ফ্র্যাঞ্চাইজিকে আগামী ২০ জানুয়ারির মধ্যে ছেড়ে দেয়া ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

আইপিএলের দিনক্ষণ ও কেন্দ্র এখনো নির্ধারণ না হলেও এটা নিশ্চিত যে চলতি বছর যথারীতি ৮ দলের আইপিএল অনুষ্ঠিত হবে। পরের বছরে অর্থাৎ ২০২২ সাল থেকে আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দলে। ডিসেম্বরে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সেদিক থেকে বলা যায় ২০২২ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে। তাই এবার ফ্র্যাঞ্চাইজিদের মূল দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সূচি অনুসারে ৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজটি। প্রথম দু’টি টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। ধারণা করা হচ্ছে, প্রথম দু’টি টেস্টের মাঝে সংক্ষিপ্ত বিরতিতে আইপিএল নিলাম অনুষ্ঠিৎ হতে পারে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার