০১:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

আ’লীগ সরকার আসলে জনগণ কিছু পায়

‘বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে দেশের মানুষ কিছু না কিছু পেয়ে থাকে। জাতীর পিতার কন্যা মানুষের জন্য কাজ করে।’ রোববার জাতীয় প্রেসক্লাবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান ধর্মঘট আন্দোলনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এ কথা বলেন। সারাদেশের ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ তাদের চাকুরি রাজস্বখাতে হস্তান্তরের দাবিতে এ অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করছেন।

সাজ্জাদ হোসেন বলেন, জাতীর পিতার কন্যা শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসছে, ততবারই দেশের মানুষকে কিছু দিয়ে গেছেন। তিনি আন্দোলনরত কর্মচারীদের সাথে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে তাদের দাবির সাথে একাত্বতা পোষণ করেন।

এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে তিনি বলেন, আপনারা আপনাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান। যে কোন সময় দাবি পূরণের আশ্বাস আসতে পারে। তিনি আরও বলেন, আপনারা দীর্ঘ দিন যাবৎ দাবি আদায়ের জন্য জেলা-উপজেলাসহ আজ জাতীয় প্রসক্লাবেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা হতাশ না হয়ে আন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রধান উপদেষ্টা মো কামাল হোসাইন সরকার বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর সকল শ্রেণীর মানুষের স্বাস্থ সেবা নিশ্চিত করছে কমিউনিটি ক্লিনিক। গত ছয় বছরে প্রায় ৪৫ কোটিরও বেশি গ্রাহককে আমরা সেবা দিয়েছি। কিন্তু আমাদের চাকরীর কোন নিশ্চয়তা নেই। তাই আমাদের চাকুরি রাজস্বখাতে হস্তান্তরের দাবি জানাচ্ছি।

ট্যাগ :

আ’লীগ সরকার আসলে জনগণ কিছু পায়

প্রকাশিত : ১০:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

‘বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে দেশের মানুষ কিছু না কিছু পেয়ে থাকে। জাতীর পিতার কন্যা মানুষের জন্য কাজ করে।’ রোববার জাতীয় প্রেসক্লাবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান ধর্মঘট আন্দোলনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এ কথা বলেন। সারাদেশের ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ তাদের চাকুরি রাজস্বখাতে হস্তান্তরের দাবিতে এ অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করছেন।

সাজ্জাদ হোসেন বলেন, জাতীর পিতার কন্যা শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসছে, ততবারই দেশের মানুষকে কিছু দিয়ে গেছেন। তিনি আন্দোলনরত কর্মচারীদের সাথে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে তাদের দাবির সাথে একাত্বতা পোষণ করেন।

এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে তিনি বলেন, আপনারা আপনাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান। যে কোন সময় দাবি পূরণের আশ্বাস আসতে পারে। তিনি আরও বলেন, আপনারা দীর্ঘ দিন যাবৎ দাবি আদায়ের জন্য জেলা-উপজেলাসহ আজ জাতীয় প্রসক্লাবেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা হতাশ না হয়ে আন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রধান উপদেষ্টা মো কামাল হোসাইন সরকার বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর সকল শ্রেণীর মানুষের স্বাস্থ সেবা নিশ্চিত করছে কমিউনিটি ক্লিনিক। গত ছয় বছরে প্রায় ৪৫ কোটিরও বেশি গ্রাহককে আমরা সেবা দিয়েছি। কিন্তু আমাদের চাকরীর কোন নিশ্চয়তা নেই। তাই আমাদের চাকুরি রাজস্বখাতে হস্তান্তরের দাবি জানাচ্ছি।