হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারের ভেতরে অভিনব কায়দায় আনা ছয় কেজি স্বর্ণসহ সৌমিক দত্ত নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। যার বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকা।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করে প্রিভেনটিভ দল। স্বর্ণগুলো ছোট ছোট আকারের বল বানিয়ে কম্প্রেসারের ভেতরে নিয়ে আসেন তিনি।
বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যাত্রী রিজেন্ট এয়ারের আরএক্স৭৮৫ ফ্লাইটে রাত সাড়ে ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন। তবে এর আগেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারে অভিনব কায়দায় করে আনা ছয় কেজি স্বর্ণসহ তাকে আটক করা হয়।
জব্দ স্বর্ণের বর্তমান মূল্য প্রায় তিন কোটি টাকা। আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ পূর্বক বিমারবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


























