দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়ছে। মুদ্রানীতি ঘোষণার দিনে সূচক বৃদ্বি পায়। দুপুর সোয়া ১২টার পর্যন্ত অর্থাৎ দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১৫৫ কোটি টাকা। এ সময় পর্যন্ত ঢাকার বাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৯টির। আর অপরিবর্তিত আছে ৪৮টির।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দুপুর ১২টার দিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে লেনদেন করছে। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৬৫ পয়েন্টে।
এ বাজারে গতকাল রোববার দিনশেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই বড় ধরনের পতন দেখা যায়। লেনদেনের শুরুতে দুই স্টক এক্সচেঞ্জে নেতিবাচক ধারা ছিল। এরপর তা টানা পতনের দিকে যায়।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছিল ৩৫৯ কোটি টাকা ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৬৩ লাখ টাকা কম। এদিন মোট লেনদেনের ১৭ শতাংশ হয়েছে প্রকৌশল খাতে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সোয়া ১২টা পর্যন্ত সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৬ পয়েন্টের মতো। বাজারের অন্য সূচকও এসময় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন করতে দেখা যায়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা আড়াইটায় চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) সময়ের মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ২০১৮ সাল হবে জাতীয় নির্বাচনের বছর। নতুন মুদ্রানীতিতে তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি অগ্রাধিকার দেয়া হবে। একইসঙ্গে নতুন মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধির লাগাম টানতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
এ কারণে বেসরকারি খাতে ঋণ যোগানে সংকোচনমূলক মুদ্রানীতির ঘোষণা আসতে পারে।


























