পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২৫ পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গ্যাস বিল পরিশোধ করে প্রথম স্থান অর্জন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাস বিল পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব মো. রেজানুর রহমান।
অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে গ্যাস সরবরাহকারী, বিতরণকারী ও কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহের মধ্যে ২০২৫ সালে পেট্রোবাংলার পাওনা পরিশোধে সর্বোচ্চ অবদান রাখায় প্রথম ক্যাটাগরিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রথম স্থান অর্জন করে। এ উপলক্ষে তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পেট্রোবাংলার চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার বিভিন্ন পরিচালক, আওতাধীন গ্যাস কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ পেট্রোবাংলা ও এর অধীনস্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, নিয়মিত ও সময়মতো গ্যাস বিল পরিশোধ পেট্রোবাংলার আর্থিক সক্ষমতা ও জ্বালানি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই সাফল্য প্রতিষ্ঠানটির আর্থিক শৃঙ্খলা, দক্ষ ব্যবস্থাপনা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ডিএস./





















