১০ বাংলাদেশিসহ ১১০ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসাধারণ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় অভিবাসন বিভাগ। শনিবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওপস ইকার্রাস নামক তিন ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান জেমস লি জানান, অভিবাসন বিভাগের ৮৬ জন কর্মকর্তা অভিযানে অংশ নিয়েছে। অভিযানে আমরা নেগরি সিম্বিলান শাখান ১৮ কর্মকর্তার সহয়তা নিয়েছি। এছাড়া সেলাংগর জাতীয় নিবন্ধন বিভাগের পাঁচ প্রয়োগকারী কর্মকর্তাও অভিযানে অংশ নেয়।
তিনি আরও বলেন, মোট ৩৭৩ জন কর্মীর নথিপত্র যাচাই-বাচাই শেষে ১১০ জন অবৈধ বিদেশি কর্মীকে আটক করতে সমর্থ হয় অভিবাসন বিভাগ।
আটক কৃতদের মধ্যে শিশুসহ ইন্দোনেশিয়ার ৯৩ জন, বাংলাদেশের ১০ জন, পাকিস্তানের চারজন, ভিয়েতনামের দু’জন ও ভারতের একজন নাগরিক রয়েছেন। আটককৃতদের সেলাংগর অভিবাসন বিভাগে রাখা হয়েছে।


























