০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আরেক দফা বাড়ল তেলের দাম

দেশে সয়াবিন তেলের দাম আরেক দফা বেড়েছে। পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) কোম্পানিভেদে এখন ৬৫৫ থেকে ৬৬৫ টাকা। গত সপ্তাহে বড় তিনটি কোম্পানি এই দর বেঁধে দিয়েছে। নতুন দর কার্যকর হওয়ায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে দুই থেকে চার টাকা। এ নিয়ে গত পাঁচ মাসে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩০ টাকা বাড়ল।

বাজারে এখন সয়াবিন তেলের এক লিটারের বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৪ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এর আগে সর্বোচ্চ দাম ছিল ২০১২ সালের মাঝামাঝি। ওই বছর বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকায় বিক্রি হয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছর আগের তুলনায় বাজারে এখন সয়াবিনসহ ভোজ্যতেলের দাম ১৯ থেকে ২৩ শতাংশ বেশি।

ভোজ্যতেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। চারজনের ছোট পরিবারে গড়পড়তা মাসে পাঁচ লিটার সয়াবিন তেল দরকার হয়। ফলে শুধু রান্নার তেলের পেছনেই এখন মাসে দেড় শ টাকা বাড়তি ব্যয় করতে হচ্ছে। ভোজ্যতেল ছাড়াও বাজারে এখন চালের দাম বেশ চড়া। বেড়েছে চিনির দামও।

ভোজ্যতেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দেশের সয়াবিনের উৎস ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ১ হাজার ১৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০১২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩০০ ডলারে উঠেছিল। এবার দাম বাড়ার কারণ চীনের আগ্রাসী কেনা এবং সরবরাহে টান।

দেশের বাজারে ভোজ্যতেল বিপণনকারীদের মধ্যে অন্যতম সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, বিশ্ববাজারের যা পরিস্থিতি, তা উদ্বেগজনক। এখন সরকার ভোজ্যতেল আমদানিতে করহার সমন্বয় করতে পারে। এতে সব পক্ষেরই সুবিধা হবে।

ট্যাগ :

আরেক দফা বাড়ল তেলের দাম

প্রকাশিত : ১২:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

দেশে সয়াবিন তেলের দাম আরেক দফা বেড়েছে। পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) কোম্পানিভেদে এখন ৬৫৫ থেকে ৬৬৫ টাকা। গত সপ্তাহে বড় তিনটি কোম্পানি এই দর বেঁধে দিয়েছে। নতুন দর কার্যকর হওয়ায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে দুই থেকে চার টাকা। এ নিয়ে গত পাঁচ মাসে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩০ টাকা বাড়ল।

বাজারে এখন সয়াবিন তেলের এক লিটারের বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৪ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এর আগে সর্বোচ্চ দাম ছিল ২০১২ সালের মাঝামাঝি। ওই বছর বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকায় বিক্রি হয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছর আগের তুলনায় বাজারে এখন সয়াবিনসহ ভোজ্যতেলের দাম ১৯ থেকে ২৩ শতাংশ বেশি।

ভোজ্যতেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। চারজনের ছোট পরিবারে গড়পড়তা মাসে পাঁচ লিটার সয়াবিন তেল দরকার হয়। ফলে শুধু রান্নার তেলের পেছনেই এখন মাসে দেড় শ টাকা বাড়তি ব্যয় করতে হচ্ছে। ভোজ্যতেল ছাড়াও বাজারে এখন চালের দাম বেশ চড়া। বেড়েছে চিনির দামও।

ভোজ্যতেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দেশের সয়াবিনের উৎস ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ১ হাজার ১৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০১২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩০০ ডলারে উঠেছিল। এবার দাম বাড়ার কারণ চীনের আগ্রাসী কেনা এবং সরবরাহে টান।

দেশের বাজারে ভোজ্যতেল বিপণনকারীদের মধ্যে অন্যতম সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, বিশ্ববাজারের যা পরিস্থিতি, তা উদ্বেগজনক। এখন সরকার ভোজ্যতেল আমদানিতে করহার সমন্বয় করতে পারে। এতে সব পক্ষেরই সুবিধা হবে।