বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয় থেকে বের হবার পর তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বুধবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, মঙ্গলবার পুলিশের ওপর হামলার নির্দেশদাতা হিসেবে আটক করা হয়েছে গয়েশ্বরকে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। পুলিশের কাছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহর পল্লবীর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শান্তিনগরে হাবিব-উন নবী খান সোহেলের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ইতোমধ্যে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গন।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে মামলাটিরও বিচারিক কার্যক্রম প্রায় শেষের দিকে।
৮ ফেব্রুয়ারির রায় নিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৮ ফেব্রুয়ারি নিয়ে সারা দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় আছে। উৎকণ্ঠা হতো না যদি শেখ হাসিনা পার্লামেন্টে রায় ঘোষণা না করতেন।’
‘এরশাদ, রাঙ্গাও রায় ঘোষণা করেছেন। তারা মিষ্টির দোকানে ইতোমধ্যে অগ্রিম অর্ডারও দিয়ে রেখেছেন। তারা (আওয়ামী লীগ) বিএনপির নেতাকর্মীদের রাজপথে মোকাবেলা করবে বলেও অগ্রিম কথা বলছেন।’
























