হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে বিএনপির ২০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার তাদের আটক করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এগিয়ে দিয়ে নেতাকর্মীদের অধিকাংশই হাইকোর্টের ভেতরে অবস্থান নেন। সেখান থেকে তাদের আটক করে পুলিশ।
আটকদের প্রথমে প্রিজন ভ্যানে রেখে পরে থানায় নেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।


























