কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাব-১২ অভিযান চালিয়ে ১২ জুয়াড়ি আটক সহ টাকা ও মোটরসাইকেল উদ্ধার করেছে। গতকাল রাতে র্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ১২ দাগ (প‚র্ব পাড়া ) গ্রামে পাওয়ার হাউজের পেছনে ৩ নং গেট সংলগ্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে নগদ ২৫ হাজার ৫১০ টাকা ১৪ টি মোবাইল ফোন। ২৮ টি মোবাইলের সিম কার্ড।
তিনটি মোটরসাইকেলসহ বাহিরচর এলাকার ১৬ দাগ এলাকার সোহেল রানা (২৭) বেলাল হোসেন (৩২) বাহিরচর ষোলদাগ এলাকার জগলু সরর্দার ( ২৫ ) শাহজাহান মিয়া ( ২২) আব্দুল্লাহ আল মামুন (৩৩) আকবর আলি (২৬) মামুন খান (২৮) সেন্টু আলী ( ২২) শাহ আলম বিপ্লব (৩৪) শরিফুল ইসলাম (১৮) রেজাউল করিম (২৬) আল আমিন (২৮) সহ ১২ জনকে আটক করে র্যার ১২ উদ্ধারকৃত মালামাল সহ তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃতদের কে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।




















