০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ভেসে বেড়াচ্ছেন বেলা উইলো

সময়ের তালে তালে ফ্যাশনের পরিবর্তন এসেছে।  মেকআপেও এসেছে নতুন ঢং। নিজেকে আকর্ষণীয় করে সাজাতে নিত্য নতুন স্টাইল কে না ভালোবাসেন। তরুণদের মাঝেও লক্ষ করা যায় মেকআপ পদ্ধতির হরেক রকম ধারা।

অভিনব স্টাইল স্থানের অন্যতম অংশ হচ্ছে চোখ। তাছাড়া চোখ না সাজালে, সাজে যেন কোন ভাবেই আভিজাত্যের ছোঁয়া পাওয়া যায় না।

এই চোখ সাজানোর আইলাইনার নিয়ে আজকের এই আয়োজন। ২০১৮ সালে বিশ্বের ফ্যাশন সচেতন নারীদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে রঙবেরঙয়ের আইলাইনার। বাদ যাননি মার্কিন অভিনেত্রী বেলা হাদিদ এবং মার্কিন সংগীতশিল্পী উইলো স্মিথ। কাজল কালো চোখের চেয়ে বিড়ালের মতো চোখ, আর ডাগর হরিণের চেয়ে পাখির ডানার মতো চোখ সাজানো হয়ে উঠছে এ বছরের ট্রেন্ডি ফ্যাশন।

মার্কিন মডেল বেলা হাদিদ নিজের চোখে অদ্ভুত ভাবে বেড়ালের প্রতিচ্ছবি এঁকেছেন। এক্ষেত্রে তিনি আইলাইনারের পরিবর্তে ব্যবহার করেছেন ভেজা আইশ্যাডো।

যদি চোখে আভিজাত্যের ভাব তুলে ধরতে চান, তাহলে আপনিও চাইলে তুলি দিয়ে এঁকে নিতে পারেন এমন চোখ। এখানে বেলা হাদিদ তুলির সাহায্যে ‘ডিওর’ একটি আইশ্যাডো ব্যবহার করেছেন। মার্কিন সংগীতশিল্পী উইলো স্মিথ, শুধু গানেই সমান পারদর্শী নয়। ১৭ বছর বয়সী উইলোকেও দেখা যায় রঙিন আইলাইনারে নিজেকে সাজিয়ে তুলতে।

ছবিতে দেখা যায় তিনি ‘ডিওর’ একটি সাদা আইলাইনার দিয়েছেন চোখে। প্রথমে তিনি চোখের নিচের পাপড়ির পাতার ভেতর এবং বাইরে দিয়েছেন। এরপর দুই লাইনআপের মাঝখানে দেওয়ার পর আবার বাইরে এবং ভেতরে সুন্দর ভাবে টানা করে লাইনআপ করেছেন। সূত্র: ইন স্টাইল

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

ভেসে বেড়াচ্ছেন বেলা উইলো

প্রকাশিত : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮

সময়ের তালে তালে ফ্যাশনের পরিবর্তন এসেছে।  মেকআপেও এসেছে নতুন ঢং। নিজেকে আকর্ষণীয় করে সাজাতে নিত্য নতুন স্টাইল কে না ভালোবাসেন। তরুণদের মাঝেও লক্ষ করা যায় মেকআপ পদ্ধতির হরেক রকম ধারা।

অভিনব স্টাইল স্থানের অন্যতম অংশ হচ্ছে চোখ। তাছাড়া চোখ না সাজালে, সাজে যেন কোন ভাবেই আভিজাত্যের ছোঁয়া পাওয়া যায় না।

এই চোখ সাজানোর আইলাইনার নিয়ে আজকের এই আয়োজন। ২০১৮ সালে বিশ্বের ফ্যাশন সচেতন নারীদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে রঙবেরঙয়ের আইলাইনার। বাদ যাননি মার্কিন অভিনেত্রী বেলা হাদিদ এবং মার্কিন সংগীতশিল্পী উইলো স্মিথ। কাজল কালো চোখের চেয়ে বিড়ালের মতো চোখ, আর ডাগর হরিণের চেয়ে পাখির ডানার মতো চোখ সাজানো হয়ে উঠছে এ বছরের ট্রেন্ডি ফ্যাশন।

মার্কিন মডেল বেলা হাদিদ নিজের চোখে অদ্ভুত ভাবে বেড়ালের প্রতিচ্ছবি এঁকেছেন। এক্ষেত্রে তিনি আইলাইনারের পরিবর্তে ব্যবহার করেছেন ভেজা আইশ্যাডো।

যদি চোখে আভিজাত্যের ভাব তুলে ধরতে চান, তাহলে আপনিও চাইলে তুলি দিয়ে এঁকে নিতে পারেন এমন চোখ। এখানে বেলা হাদিদ তুলির সাহায্যে ‘ডিওর’ একটি আইশ্যাডো ব্যবহার করেছেন। মার্কিন সংগীতশিল্পী উইলো স্মিথ, শুধু গানেই সমান পারদর্শী নয়। ১৭ বছর বয়সী উইলোকেও দেখা যায় রঙিন আইলাইনারে নিজেকে সাজিয়ে তুলতে।

ছবিতে দেখা যায় তিনি ‘ডিওর’ একটি সাদা আইলাইনার দিয়েছেন চোখে। প্রথমে তিনি চোখের নিচের পাপড়ির পাতার ভেতর এবং বাইরে দিয়েছেন। এরপর দুই লাইনআপের মাঝখানে দেওয়ার পর আবার বাইরে এবং ভেতরে সুন্দর ভাবে টানা করে লাইনআপ করেছেন। সূত্র: ইন স্টাইল