০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দ্যুতি ছড়াচ্ছেন দুই নাদিয়া

টেলিভিশন নাটকে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এক নামের দুই অভিনেত্রী। একজন নাদিয়া আহমেদ, অন্যজন সালহা খানম নাদিয়া। নাটকপাড়ায় অনেকেই তাদের বড় নাদিয়া-ছোট নাদিয়া বলেও ডাকেন। অভিনয় গুণে তারা টিভি পর্দায় আলোচিত হয়ে উঠেছেন। নাদিয়া আহমেদ তার দীর্ঘ ক্যারিয়ারের শুরু থেকেই সুনাম ধরে রেখেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিভি নাটকে তার চাহিদাও বাড়ছে। বিশেষ করে ধারাবাহিকে তিনি অপরিহার্য হয়ে উঠেছেন। নির্মাতারা তাকে ছাড়া যেন ধারাবাহিকের চিন্তাই করতে পারেন না। বছরজুড়ে তিনি ধারাবাহিক নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকেন। একসঙ্গে প্রায় ১০টির মতো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’, কায়সার আহমেদের ‘বকুলপুর’, বিপ্লব হায়দারের ‘সুখ পাখি’, মশিউর রহমানের ‘সরলরেখা’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ও এস এম শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’। বর্তমানের ধারাবাহিক নাটক প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা বজায় থাকে খুব কম নাটকে। শুরুতে যেমন থাকে একটা সময় তা থাকে না। এর জন্য নাটকে বাজেট কমসহ নানা কারণও আছে। ভালো রান্নার জন্য যেমন সব ধরনের মসলার প্রয়োজন হয়, তেমনই ভালো নাটকের জন্য সব কিছু ভালো হতে হয়। বাজেটের পাশাপাশি ভালো চিত্রনাট্য, ভালো অভিনয়শিল্পী ও নির্মাতার প্রয়োজন। এটা শুধু ধারাবাহিক নয়, খন্ড নাটকের জন্যও তাই। ধারাবাহিকের বাইরে নাদিয়া আহমেদের কদর রয়েছে খন্ড নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে। সম্প্রতি ঘোলা শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে এটি তার প্রথম কাজ। এছাড়া ঈদসহ বিশেষ দিবসের কয়েকটি নাটকের কাজ শেষ করেছে। তবে নাদিয়া আহমেদের ইংরেজি নতুন বছরের শুরুটা হয়েছে একটি জনসচেতনতামূলক কাজ দিয়ে। আলী ইমরানের পরিচালনায় দেশের ভাতাপ্রাপ্ত নাগরিকদের সচেতন করে তোলার লক্ষ্যে নাদিয়া জিটুপির মাধ্যমে ভাতা সংগ্রহ বিষয়ে নির্মিত একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকেই এই ধরনের কাজ বেশ আগ্রহ নিয়ে করি। বছরের প্রথম এই কাজটি করে আমি আনন্দিত। অন্যদিকে সালহা খানম নাদিয়া বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত মডেল অভিনেত্রী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও বর্তমানে নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় রিফাত জামিলের ‘ভালোবাসি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে বছর শুরু করেছেন সালহা নাদিয়া। নতুন বছরের শুরুতে চমক নিয়ে এসেছেন তিনি। ২৩ জানুয়ারি ধ্রæব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজার নতুন গান ‘ভালোবেসে যে ভুলে যায়’। এতে মডেল হয়েছেন সালহা নাদিয়া। এ কাজটি দিয়ে দর্শক মহলে সাড়া ফেলেছেন তিনি। এছাড়া কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। পৃথকভাবে এই দুই নাদিয়া নাটক-টেলিফিল্মে কাজ করলেও সম্প্রতি একই নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন। দু’জনই অভিনয় করছেন দেশ টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’তে। এ নাটকে নাদিয়া আহমেদ অভিনয় করছেন অনন্যা চরিত্রে, আর অপ্সরা চরিত্রে সালহা খানম নাদিয়া। চমৎকার অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে রেখেছেন এই দুই অভিনেত্রী। আদিত্য জায়িদের রচনায় নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন।

পরিচালক জানান, এর আগে আমি ‘রেইন ফরেস্ট’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলাম। ফ্যামিলি ফ্যান্টাসি আমার দ্বিতীয় ধারাবাহিক। এ ধারাবাহিকে এত সাড়া পাবো, ভাবিনি। অনন্যা এবং অপ্সরা চরিত্রের কারণে এই নাটকের দর্শকপ্রিয়তাও দিন দিন বাড়ছে। দুই নাদিয়ার অসাধারণ অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পাচ্ছি। দু’জনই তাদের নিজ নিজ চরিত্র যথেষ্ট মনোযোগ দিয়ে অভিনয় করে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার ফ্যামিলি ফ্যান্টাসি নাটকের ৫৮তম পর্ব প্রচার হবে। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত রাত ৮.১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, এই নাটকে আমার চরিত্রটি বেশ আদুরে। একজন বড় বোন হিসেবে আমার যে দায়িত্ব পালন করার কথা আমি তা করছি। নাটকে আমার ছোট বোনের চরিত্রে অভিনয় করছে নাদিয়া। তার চরিত্রটি বেশ দুষ্টু মিষ্টি একটি চরিত্র, আমার বোন যেমন হওয়ার ঠিক তেমনি। আমরা দু’জনই বেশ আনন্দ নিয়ে কাজ করি। সালহা খানম নাদিয়া বলেন, ফ্যামিলি ফ্যান্টাসির গল্পটা এখন বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এই নাটকে আমার বড় বোনের চরিত্রে নাদিয়া আপু অভিনয় করছেন। তিনি আমাকে বেশ স্নেহ করেন। আপন বোনের মতোই আদর করেন। আমরা বেশ মজা করতে করতেই কাজটি করি। ফ্যামিলি ফ্যান্টাসি আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী নাগ, কাজী উজ্জ্বল, শিরীন আলম, শাহরিয়ার নেওয়াজ জনি, মোস্তফা প্রকাশসহ অনেকে।

ট্যাগ :

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

দ্যুতি ছড়াচ্ছেন দুই নাদিয়া

প্রকাশিত : ১২:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

টেলিভিশন নাটকে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এক নামের দুই অভিনেত্রী। একজন নাদিয়া আহমেদ, অন্যজন সালহা খানম নাদিয়া। নাটকপাড়ায় অনেকেই তাদের বড় নাদিয়া-ছোট নাদিয়া বলেও ডাকেন। অভিনয় গুণে তারা টিভি পর্দায় আলোচিত হয়ে উঠেছেন। নাদিয়া আহমেদ তার দীর্ঘ ক্যারিয়ারের শুরু থেকেই সুনাম ধরে রেখেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিভি নাটকে তার চাহিদাও বাড়ছে। বিশেষ করে ধারাবাহিকে তিনি অপরিহার্য হয়ে উঠেছেন। নির্মাতারা তাকে ছাড়া যেন ধারাবাহিকের চিন্তাই করতে পারেন না। বছরজুড়ে তিনি ধারাবাহিক নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকেন। একসঙ্গে প্রায় ১০টির মতো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’, কায়সার আহমেদের ‘বকুলপুর’, বিপ্লব হায়দারের ‘সুখ পাখি’, মশিউর রহমানের ‘সরলরেখা’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ও এস এম শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’। বর্তমানের ধারাবাহিক নাটক প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা বজায় থাকে খুব কম নাটকে। শুরুতে যেমন থাকে একটা সময় তা থাকে না। এর জন্য নাটকে বাজেট কমসহ নানা কারণও আছে। ভালো রান্নার জন্য যেমন সব ধরনের মসলার প্রয়োজন হয়, তেমনই ভালো নাটকের জন্য সব কিছু ভালো হতে হয়। বাজেটের পাশাপাশি ভালো চিত্রনাট্য, ভালো অভিনয়শিল্পী ও নির্মাতার প্রয়োজন। এটা শুধু ধারাবাহিক নয়, খন্ড নাটকের জন্যও তাই। ধারাবাহিকের বাইরে নাদিয়া আহমেদের কদর রয়েছে খন্ড নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে। সম্প্রতি ঘোলা শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে এটি তার প্রথম কাজ। এছাড়া ঈদসহ বিশেষ দিবসের কয়েকটি নাটকের কাজ শেষ করেছে। তবে নাদিয়া আহমেদের ইংরেজি নতুন বছরের শুরুটা হয়েছে একটি জনসচেতনতামূলক কাজ দিয়ে। আলী ইমরানের পরিচালনায় দেশের ভাতাপ্রাপ্ত নাগরিকদের সচেতন করে তোলার লক্ষ্যে নাদিয়া জিটুপির মাধ্যমে ভাতা সংগ্রহ বিষয়ে নির্মিত একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকেই এই ধরনের কাজ বেশ আগ্রহ নিয়ে করি। বছরের প্রথম এই কাজটি করে আমি আনন্দিত। অন্যদিকে সালহা খানম নাদিয়া বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত মডেল অভিনেত্রী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও বর্তমানে নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় রিফাত জামিলের ‘ভালোবাসি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে বছর শুরু করেছেন সালহা নাদিয়া। নতুন বছরের শুরুতে চমক নিয়ে এসেছেন তিনি। ২৩ জানুয়ারি ধ্রæব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজার নতুন গান ‘ভালোবেসে যে ভুলে যায়’। এতে মডেল হয়েছেন সালহা নাদিয়া। এ কাজটি দিয়ে দর্শক মহলে সাড়া ফেলেছেন তিনি। এছাড়া কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। পৃথকভাবে এই দুই নাদিয়া নাটক-টেলিফিল্মে কাজ করলেও সম্প্রতি একই নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন। দু’জনই অভিনয় করছেন দেশ টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’তে। এ নাটকে নাদিয়া আহমেদ অভিনয় করছেন অনন্যা চরিত্রে, আর অপ্সরা চরিত্রে সালহা খানম নাদিয়া। চমৎকার অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে রেখেছেন এই দুই অভিনেত্রী। আদিত্য জায়িদের রচনায় নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন।

পরিচালক জানান, এর আগে আমি ‘রেইন ফরেস্ট’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলাম। ফ্যামিলি ফ্যান্টাসি আমার দ্বিতীয় ধারাবাহিক। এ ধারাবাহিকে এত সাড়া পাবো, ভাবিনি। অনন্যা এবং অপ্সরা চরিত্রের কারণে এই নাটকের দর্শকপ্রিয়তাও দিন দিন বাড়ছে। দুই নাদিয়ার অসাধারণ অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পাচ্ছি। দু’জনই তাদের নিজ নিজ চরিত্র যথেষ্ট মনোযোগ দিয়ে অভিনয় করে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার ফ্যামিলি ফ্যান্টাসি নাটকের ৫৮তম পর্ব প্রচার হবে। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত রাত ৮.১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, এই নাটকে আমার চরিত্রটি বেশ আদুরে। একজন বড় বোন হিসেবে আমার যে দায়িত্ব পালন করার কথা আমি তা করছি। নাটকে আমার ছোট বোনের চরিত্রে অভিনয় করছে নাদিয়া। তার চরিত্রটি বেশ দুষ্টু মিষ্টি একটি চরিত্র, আমার বোন যেমন হওয়ার ঠিক তেমনি। আমরা দু’জনই বেশ আনন্দ নিয়ে কাজ করি। সালহা খানম নাদিয়া বলেন, ফ্যামিলি ফ্যান্টাসির গল্পটা এখন বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এই নাটকে আমার বড় বোনের চরিত্রে নাদিয়া আপু অভিনয় করছেন। তিনি আমাকে বেশ স্নেহ করেন। আপন বোনের মতোই আদর করেন। আমরা বেশ মজা করতে করতেই কাজটি করি। ফ্যামিলি ফ্যান্টাসি আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী নাগ, কাজী উজ্জ্বল, শিরীন আলম, শাহরিয়ার নেওয়াজ জনি, মোস্তফা প্রকাশসহ অনেকে।