১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

মমিনুলের বাধভাঙ্গা উল্লাস: যা বললেন তামিম

বাংলাদেশ দলের ক্রিকেটার মুমিনুল হক। এমনিতে শান্ত স্বভাবের মানুষ তিনি। টেস্টে এর আগে করেছেন আরও চার সেঞ্চুরি। কোনবারই এমন বাঁধভাঙ্গা উল্লাস করেননি। পঞ্চম সেঞ্চুরিটা করেই লাফ দিয়ে শূন্যে হাত ছুঁড়েছেন, শরীরী ভাষায় দেখিয়েছেন কিছু করে দেখানোর ঝাঁজ। খোলাসা করে না বললেও মুমিনুলের এমন উদযাপনের কারণ ধরতে পেরেছেন তামিম ইকবাল।

তামিম বলেন, ‘মুমিনুলের কিছু প্রমাণের ছিলো এবং সেটা সে করেছি। আমার কাছেও দেখে ভালো লাগছে। আমি জানি কেনো সে এটা করেছে।’

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনেই ব্যাট করতে নেমেছিলেন মুমিনুল। দিনশেষে আর আউট হননি। মাত্র ৯৬ বলে নিজের দ্রুততম সেঞ্চুরি করার পর ১৭৫ রানে অপরাজিত থেকে আভাস দিচ্ছেন ডাবল সেঞ্চুরির।

দিনের শুরুতে দারুণ শুরু পেয়েছিলেন তামিম। ৫৩ বলে ৫২ রান করে তার আউটের পর আগ্রাসনের চাবিটা নিজের হাতে নেন মুমিনুল। এই বাঁহাতির ব্যাটিং তামিমের কাছে মুগ্ধতা ছড়ানো, ‘মুমিনুলের ইনিংসটা ছিলো মুগ্ধকর। প্রথমেই সে আক্রমণাত্মক ছিলো এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ করে তখন তার স্ট্রাইকরেট ছিলো ১০৩! যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিলো। আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি।’

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

মমিনুলের বাধভাঙ্গা উল্লাস: যা বললেন তামিম

প্রকাশিত : ১১:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮

বাংলাদেশ দলের ক্রিকেটার মুমিনুল হক। এমনিতে শান্ত স্বভাবের মানুষ তিনি। টেস্টে এর আগে করেছেন আরও চার সেঞ্চুরি। কোনবারই এমন বাঁধভাঙ্গা উল্লাস করেননি। পঞ্চম সেঞ্চুরিটা করেই লাফ দিয়ে শূন্যে হাত ছুঁড়েছেন, শরীরী ভাষায় দেখিয়েছেন কিছু করে দেখানোর ঝাঁজ। খোলাসা করে না বললেও মুমিনুলের এমন উদযাপনের কারণ ধরতে পেরেছেন তামিম ইকবাল।

তামিম বলেন, ‘মুমিনুলের কিছু প্রমাণের ছিলো এবং সেটা সে করেছি। আমার কাছেও দেখে ভালো লাগছে। আমি জানি কেনো সে এটা করেছে।’

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনেই ব্যাট করতে নেমেছিলেন মুমিনুল। দিনশেষে আর আউট হননি। মাত্র ৯৬ বলে নিজের দ্রুততম সেঞ্চুরি করার পর ১৭৫ রানে অপরাজিত থেকে আভাস দিচ্ছেন ডাবল সেঞ্চুরির।

দিনের শুরুতে দারুণ শুরু পেয়েছিলেন তামিম। ৫৩ বলে ৫২ রান করে তার আউটের পর আগ্রাসনের চাবিটা নিজের হাতে নেন মুমিনুল। এই বাঁহাতির ব্যাটিং তামিমের কাছে মুগ্ধতা ছড়ানো, ‘মুমিনুলের ইনিংসটা ছিলো মুগ্ধকর। প্রথমেই সে আক্রমণাত্মক ছিলো এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ করে তখন তার স্ট্রাইকরেট ছিলো ১০৩! যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিলো। আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি।’