১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

কুমিল্লায় সবজিবাহী পিকআপভ্যানে ৭টি বন্দুক

কুমিল্লায়  একটি সবজিবাহী পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় কাটা বন্দুক জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। চালক রুবেল কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল রাকীমের ছেলে এবং হেলপার আল-আমিন একই উপজলোর মগপাড়াবিল এলাকার নুরুল আমিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। তিনি জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে মহাসড়কের দেবপুর ফাঁড়ির সামনে একটি সবজি বোঝাই পিকআপভ্যানকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ। এসময় গাড়িতে থাকা দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে চালক ও হেলপারের কথার্বাতায় সন্দেহ হয় পুলিশের। পুলিশ পিকাপভ্যানটি তল্লাশি করে সবজির নিচ থেকে প্লাস্টিকের একটি সাদা বস্তা উদ্ধার করে। বস্তার ভেতরে ৭টি কাটা বন্দুক পাওয়া যায়। এসময় গাড়ির চালক রুবেল ও হেলপার আল-আমিনকে আটক করে পুলিশ।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, পিকআপভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে যাচ্ছিল।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কুমিল্লায় সবজিবাহী পিকআপভ্যানে ৭টি বন্দুক

প্রকাশিত : ০১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮

কুমিল্লায়  একটি সবজিবাহী পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় কাটা বন্দুক জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। চালক রুবেল কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল রাকীমের ছেলে এবং হেলপার আল-আমিন একই উপজলোর মগপাড়াবিল এলাকার নুরুল আমিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। তিনি জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে মহাসড়কের দেবপুর ফাঁড়ির সামনে একটি সবজি বোঝাই পিকআপভ্যানকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ। এসময় গাড়িতে থাকা দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে চালক ও হেলপারের কথার্বাতায় সন্দেহ হয় পুলিশের। পুলিশ পিকাপভ্যানটি তল্লাশি করে সবজির নিচ থেকে প্লাস্টিকের একটি সাদা বস্তা উদ্ধার করে। বস্তার ভেতরে ৭টি কাটা বন্দুক পাওয়া যায়। এসময় গাড়ির চালক রুবেল ও হেলপার আল-আমিনকে আটক করে পুলিশ।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, পিকআপভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে যাচ্ছিল।