০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

বইমেলায় আসছে সিফাত শুভ্র’র কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’

এবারের বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ কবি সিফাত শুভ্র’র প্রথম কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’।

পাণ্ডুলিপি প্রতিযোগিতায় কবিতা বিভাগে নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।

প্রকাশিতব্য বই সম্পর্কে সিফাত শুভ্র বলেন ” ‘অমীমাংসিত সময়ের আহ্বান’ আমার প্রথম কবিতার বই। কবিতার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে পারি মোটামুটি একটা বয়স হবার পরই। এরপর সুখ দুঃখ, আবেগ অনুভূতি এবং যাপিত জীবনজুড়ে একটা বিশেষ জায়গা দখল করে নিলো কবিতা। ”

“এ বইয়ের কবিতায় সাবলীল ভাষায় খুঁজে পাওয়া যাবে সম্পর্ক, সম্পর্কে লেপটে থাকা প্রাণের আকুতি-মিনতি ও জীবনবোধের এক অপূর্ব সমন্বয়। কবিতা সুন্দর সমাজ বিনির্মানে একটা দারুণ সমীরণ বয়ে দিতে পারে বলে বিশ্বাস করি। আর সেটা সম্ভব হবে তখনই যখন কবিতাগুলোকে পাঠক আগলে রাখবে এবং কবিতার মাধ্যমে যে বার্তা দিচ্ছেন কবি তা ধারণ করতে সক্ষম হবে। অমীমাংসিত সময়ের এ আহ্বান তোমার, আমার, আমাদের সকলের প্রতি। আমার এ প্রথম কাব্যগ্রন্থ পাঠক সাদরে গ্রহণ করবে এই প্রত্যাশা রইলো।”

উল্লেখ্য যে, সিফাত শুভ্র নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছে তার সরব উপস্থিতি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বইমেলায় আসছে সিফাত শুভ্র’র কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’

প্রকাশিত : ০৯:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

এবারের বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ কবি সিফাত শুভ্র’র প্রথম কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’।

পাণ্ডুলিপি প্রতিযোগিতায় কবিতা বিভাগে নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।

প্রকাশিতব্য বই সম্পর্কে সিফাত শুভ্র বলেন ” ‘অমীমাংসিত সময়ের আহ্বান’ আমার প্রথম কবিতার বই। কবিতার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে পারি মোটামুটি একটা বয়স হবার পরই। এরপর সুখ দুঃখ, আবেগ অনুভূতি এবং যাপিত জীবনজুড়ে একটা বিশেষ জায়গা দখল করে নিলো কবিতা। ”

“এ বইয়ের কবিতায় সাবলীল ভাষায় খুঁজে পাওয়া যাবে সম্পর্ক, সম্পর্কে লেপটে থাকা প্রাণের আকুতি-মিনতি ও জীবনবোধের এক অপূর্ব সমন্বয়। কবিতা সুন্দর সমাজ বিনির্মানে একটা দারুণ সমীরণ বয়ে দিতে পারে বলে বিশ্বাস করি। আর সেটা সম্ভব হবে তখনই যখন কবিতাগুলোকে পাঠক আগলে রাখবে এবং কবিতার মাধ্যমে যে বার্তা দিচ্ছেন কবি তা ধারণ করতে সক্ষম হবে। অমীমাংসিত সময়ের এ আহ্বান তোমার, আমার, আমাদের সকলের প্রতি। আমার এ প্রথম কাব্যগ্রন্থ পাঠক সাদরে গ্রহণ করবে এই প্রত্যাশা রইলো।”

উল্লেখ্য যে, সিফাত শুভ্র নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছে তার সরব উপস্থিতি।

বিজনেস বাংলাদেশ/ এ আর