১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

খেলোয়াড়কে লাথি: ছয় মাসের নিষেধাজ্ঞায় রেফারি

কত হাস্যকর ঘটনায় তো ঘটে খেলার মাঠে। ১৪ জানুয়ারি আরো একটি হাস্যকর ঘটনার জম্ম দিল ম্যাচ রেফারি ফরাসি বংশদূত টনি শ্যাপরন। লিগ ওয়ানে দিয়েগো কার্লোসকে লাথি মারার পর কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি। ম্যাচে নতেঁর ডিফেন্ডারের সঙ্গে এমন আচরণ করায় অবশেষে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ফরাসি রেফারিকে।

এর মধ্যে তিন মাসের শাস্তি কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ১৪ জানুয়ারি পিএসজির কাছে নতেঁর ১-০ গোলে হারের ম্যাচে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ম্যাচের এক পর্যায়ে অসাবধানতাবশত কার্লোসের পায়ে লেগে পড়ে যাওয়ার পর এই সেন্টার ব্যাককে লাথি মারতে দেখা যায় শাপরোনকে। তার এমন আচরণ অবাক করে খেলোয়াড়, সমর্থক ও ফুটবল বোদ্ধাদের।

এখানেই তিনি ক্ষান্ত হননি। কার্লোসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন তিনি। এই ঘটনায় তাকে নিষিদ্ধের দাবি জানায় নতেঁর কর্মকর্তারা।

ব্রাজিলের তারকা কার্লোসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে রেফারিকে। অবশ্য, ফ্রান্সের রেফারিং কর্তৃপক্ষের টেকনিক্যাল ডিরেক্টরের এক বিবৃতিতে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে শাপরোন লিগ ওয়ান ও লিগ টু এর ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

খেলোয়াড়কে লাথি: ছয় মাসের নিষেধাজ্ঞায় রেফারি

প্রকাশিত : ১০:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮

কত হাস্যকর ঘটনায় তো ঘটে খেলার মাঠে। ১৪ জানুয়ারি আরো একটি হাস্যকর ঘটনার জম্ম দিল ম্যাচ রেফারি ফরাসি বংশদূত টনি শ্যাপরন। লিগ ওয়ানে দিয়েগো কার্লোসকে লাথি মারার পর কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি। ম্যাচে নতেঁর ডিফেন্ডারের সঙ্গে এমন আচরণ করায় অবশেষে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ফরাসি রেফারিকে।

এর মধ্যে তিন মাসের শাস্তি কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ১৪ জানুয়ারি পিএসজির কাছে নতেঁর ১-০ গোলে হারের ম্যাচে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ম্যাচের এক পর্যায়ে অসাবধানতাবশত কার্লোসের পায়ে লেগে পড়ে যাওয়ার পর এই সেন্টার ব্যাককে লাথি মারতে দেখা যায় শাপরোনকে। তার এমন আচরণ অবাক করে খেলোয়াড়, সমর্থক ও ফুটবল বোদ্ধাদের।

এখানেই তিনি ক্ষান্ত হননি। কার্লোসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন তিনি। এই ঘটনায় তাকে নিষিদ্ধের দাবি জানায় নতেঁর কর্মকর্তারা।

ব্রাজিলের তারকা কার্লোসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে রেফারিকে। অবশ্য, ফ্রান্সের রেফারিং কর্তৃপক্ষের টেকনিক্যাল ডিরেক্টরের এক বিবৃতিতে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে শাপরোন লিগ ওয়ান ও লিগ টু এর ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন।