সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নওয়াপাড়ায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাপ্পী হোসেন (২৭) ও আতাউর রহমান (৩০)। তাদের বাড়ি খুলনার শেখ পাড়ায়।
সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই যুবক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খুলনার চুকনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।




















