১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

আলোড়ন তুললেন রিহানা

পপস্টার রিহানা

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বিতর্কিত হওয়া পপস্টার রিহানা সোশ্যাল মিডিয়ায় একটি টপলেস ছবি সম্প্রতি আলোড়ন তুলেছে। ছবিতে টপলেস গলায় গণেশের একটি পেনডেন্ট এই বিতর্কের জন্ম দিয়েছে। স্পষ্ট ট্যাটুতে টপলেস রিহানা বক্ষযুগল ঢেকেছেন নিজের বাঁ-হাত দিয়ে। নিচে বেগুনি রঙের শর্টস।

টপলেস হওয়া নিয়ে কোনও আপত্তি নেই নেটিজেনদের। কিন্তু রিহানা গলার দুটি হারের মধ্যে একটির পেনডেন্ট হিন্দুদের ভগবান গণেশের। এটিই আলোড়ন তোলে।

প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে দিল্লিতে আন্দোলনে শামিল হন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের জন্য হরিয়ানা-পাঞ্জাবসহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা প্রতিবাদ করছেন। তাদের পাশে দাঁড়িয়েই টুইট করেছিলেন মার্কিন এই পপস্টার।
ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি সমালোচিতও হয়েছেন রিহানা। বিদেশিদের মন্তব্যের বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন শচীন টেণ্ডুলকার, রোহিত শর্মা, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমাররা। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রের দেওয়া বিবৃতিও শেয়ার করেন অনেকে।

অন্যদিকে, কৃষকের সমর্থনে রিহানার প্রশংসাও করেন অনেকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা

আলোড়ন তুললেন রিহানা

প্রকাশিত : ১০:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বিতর্কিত হওয়া পপস্টার রিহানা সোশ্যাল মিডিয়ায় একটি টপলেস ছবি সম্প্রতি আলোড়ন তুলেছে। ছবিতে টপলেস গলায় গণেশের একটি পেনডেন্ট এই বিতর্কের জন্ম দিয়েছে। স্পষ্ট ট্যাটুতে টপলেস রিহানা বক্ষযুগল ঢেকেছেন নিজের বাঁ-হাত দিয়ে। নিচে বেগুনি রঙের শর্টস।

টপলেস হওয়া নিয়ে কোনও আপত্তি নেই নেটিজেনদের। কিন্তু রিহানা গলার দুটি হারের মধ্যে একটির পেনডেন্ট হিন্দুদের ভগবান গণেশের। এটিই আলোড়ন তোলে।

প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে দিল্লিতে আন্দোলনে শামিল হন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের জন্য হরিয়ানা-পাঞ্জাবসহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা প্রতিবাদ করছেন। তাদের পাশে দাঁড়িয়েই টুইট করেছিলেন মার্কিন এই পপস্টার।
ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি সমালোচিতও হয়েছেন রিহানা। বিদেশিদের মন্তব্যের বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন শচীন টেণ্ডুলকার, রোহিত শর্মা, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমাররা। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রের দেওয়া বিবৃতিও শেয়ার করেন অনেকে।

অন্যদিকে, কৃষকের সমর্থনে রিহানার প্রশংসাও করেন অনেকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার