০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

এক টিকিটের মূল্য ২৫ লাখ টাকা!

আগামী ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম লেগে রিয়াল আর পিএসজির ম্যাচ। এ কারণেই এই ম্যাচটি এতটা উৎসাহ আর উত্তেজনা ছড়িয়েছে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে।

বলাই বাহূল্য, ইতোমধ্যে রিয়াল-পিএসজি ম্যাচের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গেছে। অনেক আগেই রিয়াল মাদ্রিদ টিকিট সোল্ড আউট ঘোষণা করেছে; কিন্তু যারা বার্নাব্যুতে বসে খেলা দেখতে চান, তাদের সামনে টিকিট কেনার এখনও সুযোগ আছে। সেটা কিভাবে? খাঁটি বাংলায় যাকে বলা হচ্ছে ‘ব্ল্যাক’। অথ্যাৎ টিকিট কালোবাজারি।

মাদ্রিদে টিকিট কালোবাজারি হচ্ছে। অথ্যাৎ, আমি টিকিট কিনলাম। খেলা দেখবো না। বিক্রি করে দেবো। এই পূনরায় বিক্রিতব্য টিকিটের দামই আকাশ ছুঁয়েছে। মাদ্রিদ ভিত্তিক ‘স্টাবহাব’ অ্যাপসের মাধ্যমে পূনরায় বিক্রি হচ্ছে রিয়াল-পিএসজি ম্যাচের টিকিট। এই অ্যাপসেই ৩০০ থেকে ২৪৮০ ইউরো পর্যন্ত দাম উঠছে এক একটি টিকিটের। ২৪৮০ ইউরো, অর্থ্যাৎ একটি টিকিট প্রায় ২৫ লাখ টাকা দিয়েও কিনছে ফুটবল পাগলরা। তবুও, তাদের রিয়াল-পিএসজি ম্যাচটি সরাসরি, দেখা চাই।

তবে, যারা টিকিট রিসেল করতে অ্যাপসের ব্যবহার করছেন- তাদের জন্য দুঃসংবাদ। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, রিসেল করা টিকিটের দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য প্রবেশের অনুমতি থাকবে না। বোঝাই যাচ্ছে, টিকিট কালোবাজারী রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

এক টিকিটের মূল্য ২৫ লাখ টাকা!

প্রকাশিত : ১১:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮

আগামী ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম লেগে রিয়াল আর পিএসজির ম্যাচ। এ কারণেই এই ম্যাচটি এতটা উৎসাহ আর উত্তেজনা ছড়িয়েছে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে।

বলাই বাহূল্য, ইতোমধ্যে রিয়াল-পিএসজি ম্যাচের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গেছে। অনেক আগেই রিয়াল মাদ্রিদ টিকিট সোল্ড আউট ঘোষণা করেছে; কিন্তু যারা বার্নাব্যুতে বসে খেলা দেখতে চান, তাদের সামনে টিকিট কেনার এখনও সুযোগ আছে। সেটা কিভাবে? খাঁটি বাংলায় যাকে বলা হচ্ছে ‘ব্ল্যাক’। অথ্যাৎ টিকিট কালোবাজারি।

মাদ্রিদে টিকিট কালোবাজারি হচ্ছে। অথ্যাৎ, আমি টিকিট কিনলাম। খেলা দেখবো না। বিক্রি করে দেবো। এই পূনরায় বিক্রিতব্য টিকিটের দামই আকাশ ছুঁয়েছে। মাদ্রিদ ভিত্তিক ‘স্টাবহাব’ অ্যাপসের মাধ্যমে পূনরায় বিক্রি হচ্ছে রিয়াল-পিএসজি ম্যাচের টিকিট। এই অ্যাপসেই ৩০০ থেকে ২৪৮০ ইউরো পর্যন্ত দাম উঠছে এক একটি টিকিটের। ২৪৮০ ইউরো, অর্থ্যাৎ একটি টিকিট প্রায় ২৫ লাখ টাকা দিয়েও কিনছে ফুটবল পাগলরা। তবুও, তাদের রিয়াল-পিএসজি ম্যাচটি সরাসরি, দেখা চাই।

তবে, যারা টিকিট রিসেল করতে অ্যাপসের ব্যবহার করছেন- তাদের জন্য দুঃসংবাদ। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, রিসেল করা টিকিটের দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য প্রবেশের অনুমতি থাকবে না। বোঝাই যাচ্ছে, টিকিট কালোবাজারী রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ।