দক্ষিণ এশিয়ায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাসহ অর্থনৈতিক সৃমদ্ধির পথ হিসেবে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিকে (আইপিএস) বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার এক টুইট বার্তায় এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ( (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন। মূলত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন। সেই বৈঠক নিয়েই টুইট করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন, আমরা নিশ্চিত যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী এবং স্থায়ী। দক্ষিণ এশিয়ায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দো-প্যাসিফিকে একসঙ্গে কাজ করার জন্য তাকিয়ে আছি। টুইটে অ্যান্টনি ব্লিনকেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে অ্যান্টনি ব্লিনকেনের বৈঠক প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, অ্যান্টনি ব্লিনকেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বুধবার টেলিফোনে আলাপ করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রী অর্থনীতি, সন্ত্রাসবাদ এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীরভাবে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ওয়াশিংটন-ঢাকার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, আলোচনায় রোহিঙ্গাদের স্থায়ী সমাধানসহ অভিবাসী এবং মানবাধিকারের ওপর গুরত্বারোপ করা হয়েছে। নেড প্রাইস বলেন, ব্লিনকেন মোমেনকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন। দুই নেতা দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিকে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। খুনি রাশেদ কে ফেরতের অনুরোধ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য ফের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে এক টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এই অনুরোধ জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সেক্রেটারি ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন টেলিফোনে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও রোহিঙ্গা সংকটে পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মোমেন। টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অ্যান্টনি জে ব্লিনকেনকে আমন্ত্রণ জানান। ড. মোমেন করোনাকালে বাংলাদেশকে সহায়তার জন্য ধন্যবাদ জানান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- 55
ট্যাগ :
জনপ্রিয়