মৌলভীবাজার প্রতিনিধি ঃ আজ ভিডিও গেম আর কম্পিউটারে খেলার কারণে গ্রাম বাংলায় প্রচলিত খেলা গুলো হারিয়ে যাচ্ছে। গেম খেলে বর্তমান প্রজন্ম এখন আর বাহিরে যেতে চায় না, তাই তাদের যথাপযুক্ত শারীরিক ও মানসিক বিকাশ ঘটছে না। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যান্ত প্রয়োজন। মৌলভীবাজারে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২১ এর সুরমা জোন পর্যায়ে ( পুরুষ ও নারী)কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এম শাহাব উদ্দিন এম.পি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেও খেলতেন এবং খেলাধুলা পছন্দ করতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খেলাধূলা পছন্দ করেন। জাতীয় দল বা বিশ্বকাপের খেলায় যখনই সময় পান খেলোয়াড়দের কে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী স্বয়ং মাঠে চলে যান।
৬ ই মার্চ শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে এবং টুর্নামেন্টের আহবায়ক পুলিশ সুপার মোঃ জাকারিয়া এর সার্বিক তত্ত¡াবধানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান , পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























