ভারতীর ক্রিকেটার অশ্বিন, তিনি একজন পুরো দস্তুর অফ স্পিনার। শুধু তাই নয় বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার অশ্বিন। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে নিজের ঝুলিতে ভরেছেন ৩০০ উইকেট। তবে গত চ্যাম্পিয়ন ট্রফির পর সংক্ষিপ্ত ফরম্যাটের ভারতীয় দলে তিনি অনিয়মিত। তরুণ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং রিস্ট স্পিনার কুলদিপ যাদবই এখন ভারতীয় দলের প্রথম পছন্দ।
তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে সুযোগ না পাওয়ার বেদনায় অশ্বিনের বুকটা বুঝি এখন ক্ষত-বিক্ষত। নইলে হঠাৎ অফ স্পিনার থেকে লেগ স্পিনার হওয়ার পরিকল্পনা করে কেউ! আসছে আইপিএলেই কিন্তু লেগ স্পিনার অশ্বিনের দেখা মিলতে যাচ্ছে।যদিও ভারতীয় টেস্ট দলের এখনো প্রথম পছন্দ অশ্বিন।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে অশ্বিন জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা, ‘আসন্ন আইপিএল নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। আমার অস্ত্রাগারে এটি (লেগ স্পিন) যোগ করে দেখতে চাই। চেন্নাইয়ে যখন আমি লিগ ক্রিকেটে খেলতাম তখন অফ স্পিনের সঙ্গে ভালো লেগ স্পিনও করতে পারতাম। একটা দীর্ঘ সময় পার করার পর আমার স্টক বলে নতুন কিছু যোগ করতে চাই। আমি বৈচিত্র আনতে চাই।’ সেই বৈচিত্র এনে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের জন্য নিজেকে ফের অপরিহার্য করে তুলতে চান অশ্বিন।
আইপিএলের একাদশতম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন অশ্বিন। এর আগে চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেন অশ্বিন।৭.৬ কোটি ভারতীয় রুপিতে পাঞ্জাবে খেলেবেন অশ্বিন।


























