কুষ্টিয়া ভেড়ামারা কলেজপাড়া নিবাসী ও পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক’র সহোদর নিহারুল হক বিপু’র ছেলে মাহির ওয়াসিফ রোহান (১৮) আজ দুপুরে ব্যাকাপুল নামক স্থানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি…রাজেউন)। মাহির ওয়াসিফ রোহানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























