০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে প্রাণ গেলে গৃহবধূর

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের পাশে ব্রহ্মপুত্র নদে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৫০)। তিনি সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কুটিপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী।
জানা যায়, বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার কুঠিপাড়া থেকে বাদিয়ারা যাচ্ছিল। নৌকাটি কামারজানি বাজার এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি ফাঁকা নৌকার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বরযাত্রীবাহী নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যান। এ ঘটনায় গৃহবধূ ফাতেমা বেগম ও শিশু শিপন মিয়া গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। শিশু শিপনকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানা পুলিশের ওসি মাহফুজার রহমান জানান, ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে এক নারী নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে প্রাণ গেলে গৃহবধূর

প্রকাশিত : ১০:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের পাশে ব্রহ্মপুত্র নদে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৫০)। তিনি সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কুটিপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী।
জানা যায়, বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার কুঠিপাড়া থেকে বাদিয়ারা যাচ্ছিল। নৌকাটি কামারজানি বাজার এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি ফাঁকা নৌকার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বরযাত্রীবাহী নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যান। এ ঘটনায় গৃহবধূ ফাতেমা বেগম ও শিশু শিপন মিয়া গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। শিশু শিপনকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানা পুলিশের ওসি মাহফুজার রহমান জানান, ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে এক নারী নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।