রাজশাহীর বাঘায় এক যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ইব্রাহিম দেওয়ান (৩৫)। তিনি বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল চৌমাদিয়া গ্রামের আবু দেওয়ানের ছেলে।
এ ঘটনায় মোশাররফ হোসেন (৩৭) নামে আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মার চরাঞ্চল চৌমাদিয়া বাজারে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ রশিদ বাহিনীর গুলিতে ইব্রাহিম দেওয়ানের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, রশিদ ও জিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা চরাঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য এলাকায় আতঙ্ক ছড়ায়।
রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বারী জানান, বুধবার রাতে চরাঞ্চলের চৌমাদিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন ইব্রাহিম ও মোশারফ। এ সময় চরাঞ্চলের রশিদ বাহিনী ও জিয়ার বাহিনীর লোকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ইব্রাহিমকে প্রথমে কোপানো হয়। তাকে প্রকাশ্যেই গুলি করা হয়। এতে ঘটনাস্থলে ইব্রাহিম দেওয়ানের মৃত্যু হয়। পরে মোশারফকে মারধর করে তুলে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, স্থানীয়রা রাত সোয়া ১১টার দিকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সোলাইমান জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।




















