বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেণ আদালত। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে সকাল থেকেই ঢাকা মহা-নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বাংলাদেশ তাঁতীলীগের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে অবস্থান কর্মসূচী শুরু হয়ে। সেখানে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী খগেন্দ্র চন্দ্র দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নেছার উদ্দিন, নূরে খোদা মঞ্জু, মমতাজ উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি রিপনসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ তাঁতীলীগ, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি শিমুল, শাহ-আলম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদাক শাহ-আলম মুরাদ, মাজহারুল ইসলাম (সোহেল), সাংগঠনিক সম্পাদক হাবিবুল রহমান হাবিব, মোরসালনিসহ আরও নগর, থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বাংলাদেশ তাঁতীলীগ, ঢাকা মহানগর উত্তর দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচী পালন করে। ঢাকা উত্তর মহানগর তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব হামিদ আহমেদের নেতৃত্বে অংশ নেন ডিএনসিসি‘র ভারপ্রাপ্ত মেয়র ওসমান গনি, সহ-সভাপতি টিটু, সাংগঠনিক সম্পাদক রমিজ প্রমুখ। তারা আফতাব নগরে অবস্থান কমূর্সচি পালন করেন।

অন্য অংশে ৬০ ফিট থেকে মিরূপুর ১০ নম্বর গোল চত্ত্বর অবস্থান কর্মসূচীর নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন। তার সাথে সহ-সভাপতি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, হারুনুর রশীদ, রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক জলি, হাফিজসহ নগর, থানা, ওয়ার্ডের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবস্থান কর্মসূচী থেকে মোটরসাইকেল মহড়া দেয়া হয়। এসময় নেতাকর্মীরা স্লোগানে-স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
























