মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিকিয়াসন সম্প্রদায়ের রঙসভা।
রবিবার (৪ এপ্রিল) দুপুরে “সচেতনতা, উন্নয়ন, শ্রম, অধিকার রিকিয়াসন সম্প্রদায়ের মূলনীতি” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শমশেরনগর কানিহাটি চা বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি প্রতাপ রিকিয়াসনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
মিঠুন রিকিয়াসনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শমশেরনগর ইউপি সদস্য সীতারাম বীন, মহিলা ইউপি সদস্য নমিতা সিং, দলিত জনগোষ্ঠীর নেতা সুনিল মৃধা প্রমূখ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, চা জনগোষ্ঠী নেতা মোহন রবিদাস । বক্তরা রিকিয়াসন সম্প্রদায়কে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আওতায় আনার জন্য সরকারের কাজে জোর দাবী জানান।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























