০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লালমনিরহাটে হরতালের হুঁশিয়ারি ছাত্রলীগের

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার (১২ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এর আগে এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম পাপ্পু জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের বোন হালিমা বেগমের বাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগের পরিচয় দিয়ে কে বা কারা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদে মারপিটের হালিমা বেগম আহত করে। এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করসহ ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

ট্যাগ :

লালমনিরহাটে হরতালের হুঁশিয়ারি ছাত্রলীগের

প্রকাশিত : ০৭:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার (১২ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এর আগে এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম পাপ্পু জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের বোন হালিমা বেগমের বাসায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগের পরিচয় দিয়ে কে বা কারা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদে মারপিটের হালিমা বেগম আহত করে। এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করসহ ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।