০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুলাই ২০২৪

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হতে পারে ১৪ এপ্রিল থেকে

দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা সরকারের।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আজ রবিবার গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’

তিনি বলেন, ‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে। ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’
এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে সরকার। এতে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।

এ ছাড়া তিনি জানান, ১২ ও ১৩ এপ্রিল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না, সে বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন : মন্ত্রী মো.তাজুল ইসলাম

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হতে পারে ১৪ এপ্রিল থেকে

প্রকাশিত : ০৩:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা সরকারের।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আজ রবিবার গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’

তিনি বলেন, ‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে। ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’
এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে সরকার। এতে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।

এ ছাড়া তিনি জানান, ১২ ও ১৩ এপ্রিল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না, সে বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার