১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রবীন্দ্রনাথ হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জেইউডিও আয়োজিত ১৪ তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। চূড়ান্ত পর্যায়ে তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

‘প্রাঙ্গণে প্রত্যয়ে একসাথে’ স্লোগানে দুই দিনব্যাপী (৯ ও ১০ এপ্রিল) বিতর্ক শেষে শনিবার রাত ১১ টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড আব্দুল মান্নান চৌধুরী।

চ্যাম্পিয়ন দলের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন আল রাব্বী সিমেন্স, জাহিদুল ইসলাম ও তৌহিদ সিয়াম। রবীন্দ্রনাথ হল প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হন তারা।

প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট মনোনীত হয়েছেন মওলানা ভাসানী হলের শিক্ষার্থী নাজিউল ইসলাম শোভন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। ডিবেটার অব দ্য ফাইনাল মনোনীত হয়েছেন ররবীন্দ্রনাথ হলের শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

জেইউডিও’র সভাপতি সাইমুম মৌসুমি বৃষ্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিমের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে, আমার হলের ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিতর্কের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। সেইসাথে বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি।’

জেইউডিও’র সভাপতি সাইমুম মৌসুমি বৃষ্টি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিতার্কিকদের বিতর্কের জায়গা আরও উন্নত হবে। আমি মনে করি, হলকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে যারা যুক্তির চর্চা করছেন তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন বিতার্কিকদের মান উন্নয়নে সর্বদা সচেষ্ট এবং মহামারির শুরু থেকেই অনলাইনে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত বিতর্ক চর্চার পাশাপাশি প্রতিবছর নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

জাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রবীন্দ্রনাথ হল

প্রকাশিত : ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জেইউডিও আয়োজিত ১৪ তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। চূড়ান্ত পর্যায়ে তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

‘প্রাঙ্গণে প্রত্যয়ে একসাথে’ স্লোগানে দুই দিনব্যাপী (৯ ও ১০ এপ্রিল) বিতর্ক শেষে শনিবার রাত ১১ টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড আব্দুল মান্নান চৌধুরী।

চ্যাম্পিয়ন দলের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন আল রাব্বী সিমেন্স, জাহিদুল ইসলাম ও তৌহিদ সিয়াম। রবীন্দ্রনাথ হল প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হন তারা।

প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট মনোনীত হয়েছেন মওলানা ভাসানী হলের শিক্ষার্থী নাজিউল ইসলাম শোভন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। ডিবেটার অব দ্য ফাইনাল মনোনীত হয়েছেন ররবীন্দ্রনাথ হলের শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

জেইউডিও’র সভাপতি সাইমুম মৌসুমি বৃষ্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিমের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে, আমার হলের ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিতর্কের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। সেইসাথে বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি।’

জেইউডিও’র সভাপতি সাইমুম মৌসুমি বৃষ্টি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিতার্কিকদের বিতর্কের জায়গা আরও উন্নত হবে। আমি মনে করি, হলকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে যারা যুক্তির চর্চা করছেন তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন বিতার্কিকদের মান উন্নয়নে সর্বদা সচেষ্ট এবং মহামারির শুরু থেকেই অনলাইনে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত বিতর্ক চর্চার পাশাপাশি প্রতিবছর নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর