বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটসল আন্ড বিচ সকার কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য আসওয়াত আকসির মুজিব।
২০২১-২৪ মেয়াদের জন্য এই ক্রীড়া সংগঠককে নিয়োগ দিয়েছে বাফুফে। গত ১০ এপ্রিল এই নিয়োগ সংক্রান্ত চিঠি দেয় বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
বাফুফে চেয়ারম্যান কাজী সালাউদ্দিনকে উদ্ধৃত করে অই চিঠিতে বলা হয়, বিএফএফ ফুটসল এন্ড বিচ সকার কমিটির সদস্য হিসেবে ২০২১ থেকে ২০২৪ মেয়াদের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই কমিটি মূলত বাফুফের একটি স্টান্ডিং কমিটি।
এই কমিটি ফুটসল প্রতিযোগিতা আয়োজন করবে এবং এই সংশ্লিষ্ট সকল কার্যাবলী পরিচালনা করবে। চিঠিতে বলা হয়, আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং ব্যাকগ্রাউন্ডের কারণে আপনার সহযোগিতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।
আসওয়াত আকসির মুজিব বেসরকারি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার সুনাম রয়েছে।






















