বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ওয়াসিম আর নেই। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত শীর্ষ নায়কদের একজন ছিলেন চিত্রনায়ক ওয়াসিম। তার আসল নাম মেজবাহ উদ্দীন আহমেদ। বাংলা সিনেমায় এসে হয়ে যান ওয়াসিম। কলেজের ছাত্রাবস্থায় তিনি ‘বডি বিল্ডার’ হিসেবেও নাম করেছিলেন। ১৯৬৪ সালে বডি বিল্ডিংয়ের জন্য মি. ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন তিনি।
১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুর জেলার আমিরাবাদে জন্মগ্রহণ করেন ওয়াসিম। ১৯৭২ সালে প্রখ্যাত পরিচালক এস এম শফীর সঙ্গে তার পরিচয় ঘটে। শফী তাকে অভিনয়ে আনতে চাইলেও, ওয়াসিমের তেমন ইচ্ছে ছিল না। কিন্ত শফীর আগ্রহেই ১৯৭২ সালে তার পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেল’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হন তিনি। এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন।
১৯৭৪ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমায় নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি সুপারস্টার বনে যান ওয়াসিম। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ওয়াসিম অভিনীত ও এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পৃথিবীর ৪৬টি দেশে ‘দি রেইন’ মুক্তি পেয়েছিল। ছবিটি বাম্পার হিট হয় আর ওয়াসিমকে অভিনেতা হিসেবে পৌঁছে দেয় অনন্য উচ্চতায়।
ওয়াসিমকে সাহসী নায়ক বলা হতো। আবার কেউ বলতেন ওয়াসিম মানে বাহাদুর নায়ক। ওয়াসিম ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ধারার সিনেমার অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়াসিমের তখন একচেটিয়া রাজত্ব। তিনি ১৫০’টির মতো সিনেমায় নায়ক ছিলেন। হাতেগোনা কিছু সিনেমা ছাড়া সবগুলোই ছিল সুপারহিট।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























