না ফেরা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন। বুধবার বেলা পৌনে ১২টায় বিএসএমইউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএসএমএমইউ জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ খবরের সতত্যা নিশ্চিত করেছেন। অধ্যাপক ডা. জাকারিয়া স্বপনের পরিবারের বরাত তিনি জানান, অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
এদিকে অধ্যাপক ডা. জাকারিয়া স্বপেনর মৃত্যুতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম জাকারিয়া স্বপনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অধ্যাপক ডা. জাকারিয়া স্বপেনর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।






















