করোনা ভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও হতদরিদ্র ২১০ টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা উপহার খাদ্য সামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অসহায় ২১০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন সদরের ইউএনও ফারহানা জাহান উপমা। এ সময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার তেল দেয়া হয়।
ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, সমাজের দরিদ্র মানুষের পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ২১০ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও ত্রাণ বিতরণ করা হবে।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























