তৃষ্ণার্ত বুকে বিপ্লবীর হাতে যুক্তির সিক্ত পেয়ালা’ স্লোগানাকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে ‘তৃতীয় জেএনইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’। ৩২টি বিশ্ববিদ্যালয় ও ঢাকার স্বনামধন্য ১৬টি কলেজের অংশগ্রহণে আগামী ১৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে।
১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনসহ বিভিন্ন ভেন্যুতে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা চলবে। একদিন বিরতির পর ১৯ ফেব্রুয়ারি এ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কক্ষে মডারেটর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুমন কুমার মজুমদার এবং ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক সবুজ রায়হান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় নিরপেক্ষতার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিযোগী বা টিম অংশগ্রহণ করতে পারবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় আবেদন ফরম জমা দিয়েছিল। প্রতিযোগিতাটি ব্রিটিশ পার্লামেন্ট অনুযায়ী পরিচালিত হওয়ায় সব বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। প্রতিযোগিতাটি দুইটি রাউন্ডে পরিচালিত হবে। প্রতিটি টিম বা বিশ্ববিদ্যালয় চারটি করে বিতর্ক করার সুযোগ পারবে। সফটাওয়ারের মাধ্যমে প্রতিপক্ষ টিম নির্ধারণ করা হবে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক বিচারক হিসেবে থাকবেন।
২০০৯ সালে প্রথম ও ২০১২ সালে দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতাটির সহযোগিতায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিডিজবস, কোকাকোলা, এসএ টিভি এবং দৈনিক সমকাল।


























