রাজধানীর নিকুঞ্জ ২ এলাকা থেকে নিষিদ্ধ বিদেশি ওষুধসহ এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে র্যাব সদরদফতর থেকে এমন তথ্য জানিয়েছে।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার নিকুঞ্জ ২ এলাকার ১৭নম্বর রোডে ১২নং হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে আটক ওই চোরাকারবারির নাম-পরিচয় জানাতে পারেনি। বিকালে ঘটনাস্থলেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে র্যাব।


























